ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

দলের স্বার্থেই কিপিংয়ে ফিরবেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সিরিজ শুরুর আগে টাইগারদের কোচ জানিয়েছিলেন, পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে কিপিং গ্লাভস থাকবে নুরুল হাসানের হাতে। পরের দুটি অর্থাৎ তৃতীয় ও চতুর্থ ম্যাচে কিপিং হিসেবে দাড়াবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। কিন্তু তৃতীয় ম্যাচে কিপিংয়ে দেখা যায় নি মুশফিকুর রহিমকে। সেকারণেই প্রশ্ন উঠেছিল ‘কিপিংয়ে মুশফিকের পরিবর্তে সোহান কেন’?

অবশ্য ওইদিন ম্যাচ শেষে প্রশ্নের উত্তর দিয়েছিলেন কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি জানিয়েছিলেন টি–টোয়েন্টি ক্রিকেটে আর কিপিং করতে চান না মুশফিক। তবে মুশফিকের এই সিদ্ধান্তকে অভিমান হিসেবে দেখছেন না টাইগারদের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। তার মতে দলের স্বার্থে মুশফিক কিপিং বাদ দিয়েছে এবং দলের প্রয়োজনেই আবার ফিরবেন।

সাবেক সফলতম উইকেটরক্ষকের মতে, ‘ক্রিকেটে মান-অভিমান করলে হয় না! মুশফিক অবশ্যই চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া কোনো কারণে সোহান যদি দলে জায়গা পাকাপোক্ত করতে না পারে তাহলে কিন্তু আবার মুশফিককেই আসতে হতে পারে। দলের স্বার্থে, দেশের স্বার্থে কখনো কখনো নিজেকে ত্যাগ স্বীকার করতে হয়।’

তার মতে ক্রিকেট পরিবারে একটু–আধটু সমস্যা হতেই পারে। ক্রিকেট ও দলের স্বার্থে এসব মান-অভিমানগুলো দূর করা ম্যানেজমেন্টের দায়িত্ব বলে মনে করেন তিনি। অবশ্য আলোচনার জন্ম দেওয়া মুশফিকের কিপিং ছাড়াটাকে সহজ ভাবেই নিচ্ছেন পাইলট।

তিনি বলেন, ‘কৌশলগত কারণে হয়তো সোহানকে কিপিংয়ে বেছে নিয়ে কোচ ও অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছেন দলের স্বার্থে। সোহানকে ঘরোয়া ক্রিকেটে কখনো ফিল্ডিং করতে দেখা না, সে মাঠে কেমন করবে, যদি ক্যাচ ছেড়ে দেয় এসব কিছু চিন্তা করেই হয়তো সোহানকে কিপিং করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে দলের সিদ্ধান্তকে স্বাগত জানানোর পক্ষে পাইলট। এক্ষেত্রে তার যুক্তি বর্তমান দলে মুশফিকুর রহিম ছাড়াও অন্যতম দুইজন উইকেটরক্ষক ব্যাটার আছে। পাইলটের মতে, ‘আমি নিশ্চিত যে মুশফিক হয়ত মান-অভিমান করেনি। হয়ত এই সিরিজে সে চিন্তা করেছে, সোহান ভালো কিপিং করছে এবং সে ভালো ফিল্ডিং করছে, এই চিন্তা করেই মুশফিক টি-টোয়েন্টিতে কিপিং করবেন না বলেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

দলের স্বার্থেই কিপিংয়ে ফিরবেন মুশফিক

আপডেট সময় ০৭:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সিরিজ শুরুর আগে টাইগারদের কোচ জানিয়েছিলেন, পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে কিপিং গ্লাভস থাকবে নুরুল হাসানের হাতে। পরের দুটি অর্থাৎ তৃতীয় ও চতুর্থ ম্যাচে কিপিং হিসেবে দাড়াবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। কিন্তু তৃতীয় ম্যাচে কিপিংয়ে দেখা যায় নি মুশফিকুর রহিমকে। সেকারণেই প্রশ্ন উঠেছিল ‘কিপিংয়ে মুশফিকের পরিবর্তে সোহান কেন’?

অবশ্য ওইদিন ম্যাচ শেষে প্রশ্নের উত্তর দিয়েছিলেন কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি জানিয়েছিলেন টি–টোয়েন্টি ক্রিকেটে আর কিপিং করতে চান না মুশফিক। তবে মুশফিকের এই সিদ্ধান্তকে অভিমান হিসেবে দেখছেন না টাইগারদের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। তার মতে দলের স্বার্থে মুশফিক কিপিং বাদ দিয়েছে এবং দলের প্রয়োজনেই আবার ফিরবেন।

সাবেক সফলতম উইকেটরক্ষকের মতে, ‘ক্রিকেটে মান-অভিমান করলে হয় না! মুশফিক অবশ্যই চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া কোনো কারণে সোহান যদি দলে জায়গা পাকাপোক্ত করতে না পারে তাহলে কিন্তু আবার মুশফিককেই আসতে হতে পারে। দলের স্বার্থে, দেশের স্বার্থে কখনো কখনো নিজেকে ত্যাগ স্বীকার করতে হয়।’

তার মতে ক্রিকেট পরিবারে একটু–আধটু সমস্যা হতেই পারে। ক্রিকেট ও দলের স্বার্থে এসব মান-অভিমানগুলো দূর করা ম্যানেজমেন্টের দায়িত্ব বলে মনে করেন তিনি। অবশ্য আলোচনার জন্ম দেওয়া মুশফিকের কিপিং ছাড়াটাকে সহজ ভাবেই নিচ্ছেন পাইলট।

তিনি বলেন, ‘কৌশলগত কারণে হয়তো সোহানকে কিপিংয়ে বেছে নিয়ে কোচ ও অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছেন দলের স্বার্থে। সোহানকে ঘরোয়া ক্রিকেটে কখনো ফিল্ডিং করতে দেখা না, সে মাঠে কেমন করবে, যদি ক্যাচ ছেড়ে দেয় এসব কিছু চিন্তা করেই হয়তো সোহানকে কিপিং করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে দলের সিদ্ধান্তকে স্বাগত জানানোর পক্ষে পাইলট। এক্ষেত্রে তার যুক্তি বর্তমান দলে মুশফিকুর রহিম ছাড়াও অন্যতম দুইজন উইকেটরক্ষক ব্যাটার আছে। পাইলটের মতে, ‘আমি নিশ্চিত যে মুশফিক হয়ত মান-অভিমান করেনি। হয়ত এই সিরিজে সে চিন্তা করেছে, সোহান ভালো কিপিং করছে এবং সে ভালো ফিল্ডিং করছে, এই চিন্তা করেই মুশফিক টি-টোয়েন্টিতে কিপিং করবেন না বলেছেন।’