ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

সাকিবকে ছাড়াই অনুশীলন করলেন মাহমুদউল্লাহরা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তিন দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষ করে শুক্রবার প্রথম অনুশীলনে নামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজের কোয়ারেন্টাইনপর্ব এখনও শেষ না হওয়ায় দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলন করতে পারেননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারানোর পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। সেজন্য তিন দিনের হোটল কোয়ান্টোইনপর্ব শেষ করেছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। আর সেই পর্বের শেষদিন ছিল বৃহস্পতিবার।

শুক্রবার সকাল ১০টার আগেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয় মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সেখানে ফিটনেস অনুশীলন শেষে ব্যাট-বল নিয়ে স্কিল অনুশীলনে নেমে পড়েন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানরা। তাদের এই অনুশীলন চলে দুপুর ১টা পর্যন্ত।

দলের সব সদস্যরা অনুশীলনে উপস্থিত থাকলেও ছিলেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার বাংলাদেশের অনুশীলনের সূচি রয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। যেখানে উপস্থিত থাকবেন সাকিব।

দলের অন্যান্য সদস্যদের চেয়ে একদিন পরে কোয়ারেন্টাইন যাওয়ার কারণেই অনুশীলনে যোগ দেয়া হয়নি সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামএই বিষয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে দেশের ফেরার পর ৩ দিনের রুম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। সাকিব যেহেতু ২৪ আগস্ট মধ্যরাতে দেশে ফিরেছে, তাই তার ৩ দিনের কোয়ারেন্টাইন শেষ হবে আজ (শুক্রবার)। এ কারণে সাকিবের পক্ষে প্র্যাকটিস করা সম্ভব হয়নি।’

এদিকে সাকিবের সঙ্গে শুক্রবারে কোয়ারেন্টাইনপর্ব শেষ হচ্ছে সফররত নিউজিল্যান্ড ক্রিকেট দলেরও। ফলে তারাও শনিবার থেকে অনুশীলন করার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি চার ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকিবকে ছাড়াই অনুশীলন করলেন মাহমুদউল্লাহরা

আপডেট সময় ০৭:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তিন দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষ করে শুক্রবার প্রথম অনুশীলনে নামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজের কোয়ারেন্টাইনপর্ব এখনও শেষ না হওয়ায় দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলন করতে পারেননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারানোর পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। সেজন্য তিন দিনের হোটল কোয়ান্টোইনপর্ব শেষ করেছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। আর সেই পর্বের শেষদিন ছিল বৃহস্পতিবার।

শুক্রবার সকাল ১০টার আগেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয় মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সেখানে ফিটনেস অনুশীলন শেষে ব্যাট-বল নিয়ে স্কিল অনুশীলনে নেমে পড়েন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানরা। তাদের এই অনুশীলন চলে দুপুর ১টা পর্যন্ত।

দলের সব সদস্যরা অনুশীলনে উপস্থিত থাকলেও ছিলেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার বাংলাদেশের অনুশীলনের সূচি রয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। যেখানে উপস্থিত থাকবেন সাকিব।

দলের অন্যান্য সদস্যদের চেয়ে একদিন পরে কোয়ারেন্টাইন যাওয়ার কারণেই অনুশীলনে যোগ দেয়া হয়নি সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামএই বিষয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে দেশের ফেরার পর ৩ দিনের রুম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। সাকিব যেহেতু ২৪ আগস্ট মধ্যরাতে দেশে ফিরেছে, তাই তার ৩ দিনের কোয়ারেন্টাইন শেষ হবে আজ (শুক্রবার)। এ কারণে সাকিবের পক্ষে প্র্যাকটিস করা সম্ভব হয়নি।’

এদিকে সাকিবের সঙ্গে শুক্রবারে কোয়ারেন্টাইনপর্ব শেষ হচ্ছে সফররত নিউজিল্যান্ড ক্রিকেট দলেরও। ফলে তারাও শনিবার থেকে অনুশীলন করার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি চার ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।