আকাশ স্পোর্টস ডেস্ক:
মহামারী করোনার প্রকোপে চলতি বছরের শুরুতে ২৯টি ম্যাচ বাকি থাকতেই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসর। এবার নতুন ভেন্যুতে ১৯ সেপ্টেম্বর থেকে আসরটির বাকি অংশ অনুষ্ঠিত হবে। সেখানে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে অনুমতি চেয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি দিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজের চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, মোস্তাফিজের আইপিএল খেলার সম্ভাবনা থাকছে তবে এখনও অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি বিসিবি।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের কাছে একটি আবেদন এসেছে সেটা হল মোস্তাফিজের। আমাদের তরফ থেকে ইতিবাচক আছি তবে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। তবে ওর সম্ভাবনা আছে যাওয়ার।’
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে মোস্তাফিজুর রহমান ছাড়াও খেলবেন সাকিব আল হাসান। আসরটি চলাকালীন সময়ে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। সেকারণে আইপিএলে সাকিব ও মোস্তাফিজের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। শেষ পর্যন্ত ইংলিশরা নির্ধারিত সময়ে না আসায় সেই শঙ্কা কেটে গেছে। তবে এখনও বিসিবির কাছে অনাপত্তি পত্রের জন্য আবেদন করেননি সাকিব।
আকাশ নিউজ ডেস্ক 
























