অাকাশ বিনোদন ডেস্ক:
বরাবরই স্পষ্টবক্তা বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন— সরাসরি কথা বলতেই পছন্দ করেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাত্কারে শেয়ার করেছেন তার শারীরিক হেনস্থার কথাও।
সেই অভিজ্ঞতার কথা জানিয়ে অদিতি বলেন, ‘আমার তখন ১৫ বছর বয়স। আমরা কেরল বেড়াতে গিয়ে একটা মন্দিরে গিয়েছিলাম যেখানে শাড়ি পরে যাওয়াটা বাধ্যতামূলক ছিল। লাইনে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎই পেটে একটা হাত অনুভব করি। হাতটা খুব বাজে ভাবে এক জন পেটে রাখছিল। তিন-চার বার ওটা হওয়ার পর আমি ঘুরে দাঁড়িয়ে চড় মেরেছিলাম লোকটাকে। লোকটা ঘাবড়ে গিয়ে চিত্কার করতে শুরু করেছিল। কিন্তু আমি যেভাবে মেরেছিলাম সেটা ওর আজীবন মনে থাকবে।’
অদিতির দাবি, এমন কোনও ঘটনা ঘটলে মেয়েরা চুপ করে থাকলেই সমস্যা। ভয় না পেয়ে প্রতিবাদ করার পরামর্শ দিয়েছেন ভূমি অভিনেত্রী।
ইন্ডিয়া টাইমস।
আকাশ নিউজ ডেস্ক 

























