ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

জেসুসের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যানসিটির বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দলবদলের আলোচনায় ঘি ঢেলে প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে মাঠে নামেননি হ্যারি কেইন। আর সেই ম্যাচে টটেনহামের কাছে ১-০ গোলে হেরে বসেছিল ম্যানচেস্টার সিটি।

সেই দুঃখ ঘোচাতে দ্বিতীয় ম্যাচে নরউইচের ওপর চড়াও হলো ম্যানসিটি। দলটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

শনিবার রাতে নিজেকে প্রমাণ করতে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ৭ মিনিটেই নিজের জাত চেনালেন জেসুস। ডান দিক থেকে নেওয়া তার শট ঠেকাতে পারেননি নরউইচ গোলকিপার।

১৫ মিনিটে জেসুসের অ্যাসিস্টে বল জালে জড়িয়ে দেন ফেরান তোরেস। কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গ্রিলিশ। যদিও ওই গোলে জেসুসের অবদানই বেশি।

ডান দিকে জেসুসের চমৎকার এক ক্রসে গ্রিলিশের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। ভাগ্যগুণে পাওয়া এ গোল দিয়ে সিটির হয়ে গোলের অভিষেক ঘটল এ মিডফিল্ডারের।

২-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে নেমে অনেকটা সময় গোলের দেখা পাচ্ছিল না কোনো দল।

৬৪ মিনিটের সময় ম্যানসিটির হয়ে তৃতীয় গোলটি করেন আয়মেরিক লাপোর্ত। দুবারের প্রচেষ্টায় সফল হয়েছেন তিনি। কর্নার থেকে ভেসে আসা বলে দারুণ হেড করেছিলেন আয়মেরিক লাপোর্ত। সে বল ঠিকভাবে ফেরাতে পারেনি নরউইচ রক্ষণ। ফিরতি বলে পা ছুঁইয়ে ঠিকই জালে জড়িয়ে দেন লাপোর্তে।

৩-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি।

৭১ মিনিটে ম্যানসিটির হয়ে ৪র্থ গোলটি করেন রাহিম স্টার্লিং। সেই গোলেও বড় অবদান জেসুসেরই। গোলদাতাকে শুধু পা ছোঁয়াতে হয়েছে।

ম্যাচের ৮৪ মিনিটে পঞ্চম গোলটি পেয়েছে সিটি। রুবেন ডিয়াজের ক্রস ডি-বক্সে একদম ফাঁকায় পেয়ে গেছে বদলি নামা রিয়াদ মাহরেজকে।

রেফারির শেষ বাঁশিতে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেসুসের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যানসিটির বড় জয়

আপডেট সময় ০৮:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দলবদলের আলোচনায় ঘি ঢেলে প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে মাঠে নামেননি হ্যারি কেইন। আর সেই ম্যাচে টটেনহামের কাছে ১-০ গোলে হেরে বসেছিল ম্যানচেস্টার সিটি।

সেই দুঃখ ঘোচাতে দ্বিতীয় ম্যাচে নরউইচের ওপর চড়াও হলো ম্যানসিটি। দলটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

শনিবার রাতে নিজেকে প্রমাণ করতে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ৭ মিনিটেই নিজের জাত চেনালেন জেসুস। ডান দিক থেকে নেওয়া তার শট ঠেকাতে পারেননি নরউইচ গোলকিপার।

১৫ মিনিটে জেসুসের অ্যাসিস্টে বল জালে জড়িয়ে দেন ফেরান তোরেস। কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গ্রিলিশ। যদিও ওই গোলে জেসুসের অবদানই বেশি।

ডান দিকে জেসুসের চমৎকার এক ক্রসে গ্রিলিশের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। ভাগ্যগুণে পাওয়া এ গোল দিয়ে সিটির হয়ে গোলের অভিষেক ঘটল এ মিডফিল্ডারের।

২-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে নেমে অনেকটা সময় গোলের দেখা পাচ্ছিল না কোনো দল।

৬৪ মিনিটের সময় ম্যানসিটির হয়ে তৃতীয় গোলটি করেন আয়মেরিক লাপোর্ত। দুবারের প্রচেষ্টায় সফল হয়েছেন তিনি। কর্নার থেকে ভেসে আসা বলে দারুণ হেড করেছিলেন আয়মেরিক লাপোর্ত। সে বল ঠিকভাবে ফেরাতে পারেনি নরউইচ রক্ষণ। ফিরতি বলে পা ছুঁইয়ে ঠিকই জালে জড়িয়ে দেন লাপোর্তে।

৩-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি।

৭১ মিনিটে ম্যানসিটির হয়ে ৪র্থ গোলটি করেন রাহিম স্টার্লিং। সেই গোলেও বড় অবদান জেসুসেরই। গোলদাতাকে শুধু পা ছোঁয়াতে হয়েছে।

ম্যাচের ৮৪ মিনিটে পঞ্চম গোলটি পেয়েছে সিটি। রুবেন ডিয়াজের ক্রস ডি-বক্সে একদম ফাঁকায় পেয়ে গেছে বদলি নামা রিয়াদ মাহরেজকে।

রেফারির শেষ বাঁশিতে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।