আকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন উপজেলার পাঁচএলাসিন গ্রামের নাসির, পারভেজ মিয়া এবং আক্কাস মিয়া। তারা তিন বন্ধু।
জানা যায়, বৃহস্পতিবার রাতে নাসিরের দোকানে তিন বন্ধু বসে মদপান করেন। মদের বিষক্রিয়ায় তিনজনই অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির এবং পারভেজকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর রাত দেড়টার দিকে মারা যান আক্কাসও।
দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, খোঁজখবর নেওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















