ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

কোহলির মুখের ভাষা বিশ্বে সবচেয়ে খারাপ!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

মাঠের ক্যামেরায় কোহলিকে প্রায় সময়ই দেখা যায় আগ্রাসী ভূমিকায়। অন্য দলের খেলোয়াড়দের আউটে মাতেন দৃষ্টিকটু উদযাপনে। কখনও বিপক্ষের খেলোয়াড়কে স্লেজিং বা কটুক্তি করে দলকে সাহায্য করেন। অবশ্য মাঠের এসব উত্তপ্ত লড়াইকে খেলার অংশ মনে করা হলেও কোহলির আগ্রাসী মনোভাব আর মুখের বাজে ভাষা ব্যবহারে অনেকেই মেনে নিতে পারেন না, বিশেষ করে কোহলির বিপক্ষে থাকা দলের ভক্ত-সমর্থকরা তো অবশ্যই। ঠিক তেমনি সদ্য সমাপ্ত লর্ডস টেস্টে কোহলির আচরণ মানতে পারছেন না সাবেক ইংলিশ ক্রিকেটার নিক কম্পটন। পুরোনো স্মৃতি রোমন্থন করে নিক জানান, বিশ্বের সবথেকে ‘খারাপ কথা’ বলা ব্যাক্তিদের তালিকায় সেরা অবস্থানে থাকবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

টুইটারে একটি বার্তায় সাবেক ইংলিশ ব্যাটসম্যান নিক কম্পটন লিখেন, ‘কোহলি কি ক্রিকেট বিশ্বের সবথেকে খারাপ কথা বলা ব্যক্তি নয়! ২০১২ সালে আমি যে তার বাজে ব্যবহারের মুখোমুখি হয়েছিলাম, তা কখনই ভুলব না। আমি মনে করি এইভাবে আমাকে মৌখিক হেনস্থা করে ও নিজেই নিজেকে ছোট করেছে। এই ঘটনা, প্রমাণ করে কোহলির তুলনায় রুট, টেন্ডুলকার, উইলিয়ামসনরা কত ভদ্র ও নম্র ক্রিকেটার, তেমনই মাথা তাদের।’

কম্পটন অবশ্য এ টুইট করে কিছুটা বিতর্কই তৈরি করেছেন। নিকের পোস্টের পরই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ অবশ্য নিকের পক্ষ নিয়ে কথা বললেও তার পোস্টের সমালোচনাই বেশি হচ্ছে। ভারতীয় সমর্থকের কড়া সমালোচনায় শেষে নিজের পোস্ট টুইটার থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন নিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোহলির মুখের ভাষা বিশ্বে সবচেয়ে খারাপ!

আপডেট সময় ০৭:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:  

মাঠের ক্যামেরায় কোহলিকে প্রায় সময়ই দেখা যায় আগ্রাসী ভূমিকায়। অন্য দলের খেলোয়াড়দের আউটে মাতেন দৃষ্টিকটু উদযাপনে। কখনও বিপক্ষের খেলোয়াড়কে স্লেজিং বা কটুক্তি করে দলকে সাহায্য করেন। অবশ্য মাঠের এসব উত্তপ্ত লড়াইকে খেলার অংশ মনে করা হলেও কোহলির আগ্রাসী মনোভাব আর মুখের বাজে ভাষা ব্যবহারে অনেকেই মেনে নিতে পারেন না, বিশেষ করে কোহলির বিপক্ষে থাকা দলের ভক্ত-সমর্থকরা তো অবশ্যই। ঠিক তেমনি সদ্য সমাপ্ত লর্ডস টেস্টে কোহলির আচরণ মানতে পারছেন না সাবেক ইংলিশ ক্রিকেটার নিক কম্পটন। পুরোনো স্মৃতি রোমন্থন করে নিক জানান, বিশ্বের সবথেকে ‘খারাপ কথা’ বলা ব্যাক্তিদের তালিকায় সেরা অবস্থানে থাকবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

টুইটারে একটি বার্তায় সাবেক ইংলিশ ব্যাটসম্যান নিক কম্পটন লিখেন, ‘কোহলি কি ক্রিকেট বিশ্বের সবথেকে খারাপ কথা বলা ব্যক্তি নয়! ২০১২ সালে আমি যে তার বাজে ব্যবহারের মুখোমুখি হয়েছিলাম, তা কখনই ভুলব না। আমি মনে করি এইভাবে আমাকে মৌখিক হেনস্থা করে ও নিজেই নিজেকে ছোট করেছে। এই ঘটনা, প্রমাণ করে কোহলির তুলনায় রুট, টেন্ডুলকার, উইলিয়ামসনরা কত ভদ্র ও নম্র ক্রিকেটার, তেমনই মাথা তাদের।’

কম্পটন অবশ্য এ টুইট করে কিছুটা বিতর্কই তৈরি করেছেন। নিকের পোস্টের পরই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ অবশ্য নিকের পক্ষ নিয়ে কথা বললেও তার পোস্টের সমালোচনাই বেশি হচ্ছে। ভারতীয় সমর্থকের কড়া সমালোচনায় শেষে নিজের পোস্ট টুইটার থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন নিক।