আকাশ আইসিটি ডেস্ক :
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের সার্চ ইঞ্জিনসহ বেশকিছু সেবায় শিশুদের সাইবার নিরাপত্তাসংক্রান্ত ফিচার নিয়ে এসেছে। ফলে এখন থেকে গুগল সার্চ রেজাল্ট থেকে সন্তানদের ছবি মুছতে পারবেন অভিভাবকরা। কোনোভাবে সন্তানদের ছবি অনলাইনে চলে যেতেই পারে!
যেমন-স্কুলের কোনো আয়োজন বা ব্যক্তি পর্যায়ে তোলা কোনো ছবি ইচ্ছা-অনিচ্ছায় অনলাইনে প্রকাশ হতেই পারে। কিন্তু সেটা যদি সবার জন্য উন্মুক্ত হয়ে যায়, তা হলেই তো বিপত্তি। অনেক বাবা-মা চান না, তাদের সন্তানদের ছবি অনলাইনে উন্মুক্ত হয়ে যাক।
অর্থাৎ কেউ কিছু লিখে গুগলে সার্চ দিলে, সেসব ছবি প্রদর্শিত হোক। এ অবস্থায় সমাধান নিয়ে এসেছে টেক জায়ান্ট গুগল। গুগল জানায়, এসব পদক্ষেপের মাধ্যমে শিশু-কিশোরদের ডিজিটাল পদচারণায় আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো।
আকাশ নিউজ ডেস্ক 

























