ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

কিউই সিরিজেও ভালো উইকেটের আশা ডোমিঙ্গোর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন উইকেট চান -এমন প্রশ্নে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিল স্পোর্টিং উইকেটের কথা। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ উইকেটে খেলতে চাইলেও স্পিনবান্ধব পিচেই হয়েছে সিরিজটি। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে প্রধান কোচের আশা ব্যাটিংবান্ধব উইকেট।

‘জয় সবসময় আত্মবিশ্বাস এনে দেয়’ উল্লেখ করে পিচ ইস্যুতে ভক্ত-সমর্থকদের ইতিবাচক থাকতে বলেছেন টাইগার প্রধান কোচ। তবে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিম মুভমেন্ট আছে এবং রানবান্ধব উইকেট প্রত্যাশা করছেন প্রধান কোচ।

‘দলের রান নির্ভর করবে আপনি কোন উইকেটে খেলছেন তার ওপর। জিম্বাবুয়েতে ২০০ রান তাড়া করাও কঠিন নয়। বড় রান করতে হবে জানি, কিন্তু সেটা ভালো উইকেটে। নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাশা ভালো উইকেটের। সিম মুভমেন্ট আছে এমন উইকেট এখানে পাব না জানি। তবে ব্যাটসম্যানদের জন্য রানবান্ধব উইকেট চাই।’

তবে বাংলাদেশের বর্তমান আদ্র আবহাওয়া ভালো উইকেট প্রস্তুতের জন্য যায় না, বিষয়টা মানছেন টাইগার কোচ। তবে আবহাওয়া যেমন হোক আসন্ন সিরিজ ভালো উইকেটে হোক -এমন চাওয়া টাইগার কোচের। ‘বর্তমান আবহাওয়ায় উইকেট ভালো রাখা কঠিন। তেমন রোদ নেই, উইকেট শুকনো রাখা যাচ্ছে না। আর্দ্রতার কারণে বছরের এই সময়টায় উইকেট ধীরই থাকবে। আমিও চাই ভালো উইকেট হোক। কিন্তু এটা কঠিন।’

সাধারণত মিরপুর মাঠের উইকেটে স্পিনাররাই বাড়তি সুবিধা পান। মন্থর ও টার্নিং পিচে বল একটু ধীরে আসে। ব্যাটাররা রান তোলার জন্য অনেক সমস্যায় পরে। তবে স্পিনিং পিচ হলে গতিময়-বাউন্সি পিচে খেলা অজিদের মতো কিউইদেরও পরীক্ষাতে ফেলাই হবে সহজ সমীকরণ।

চলতি মাসের ২৪ তারিখে ঢাকায় পা রাখবে টম লাথামের দল। ২২ তারিখের দিকে করোনা পরীক্ষা করে ২৪ তারিখে বাংলাদেশি খেলোয়াড়রা বায়ো-বাবলে চলে যাবে। সেপ্টেম্বরের ১ তারিখ শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দশদিনের ব্যবধানে সিরিজটি শেষ হবে ১০ সেপ্টেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিউই সিরিজেও ভালো উইকেটের আশা ডোমিঙ্গোর

আপডেট সময় ০৭:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন উইকেট চান -এমন প্রশ্নে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিল স্পোর্টিং উইকেটের কথা। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ উইকেটে খেলতে চাইলেও স্পিনবান্ধব পিচেই হয়েছে সিরিজটি। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে প্রধান কোচের আশা ব্যাটিংবান্ধব উইকেট।

‘জয় সবসময় আত্মবিশ্বাস এনে দেয়’ উল্লেখ করে পিচ ইস্যুতে ভক্ত-সমর্থকদের ইতিবাচক থাকতে বলেছেন টাইগার প্রধান কোচ। তবে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিম মুভমেন্ট আছে এবং রানবান্ধব উইকেট প্রত্যাশা করছেন প্রধান কোচ।

‘দলের রান নির্ভর করবে আপনি কোন উইকেটে খেলছেন তার ওপর। জিম্বাবুয়েতে ২০০ রান তাড়া করাও কঠিন নয়। বড় রান করতে হবে জানি, কিন্তু সেটা ভালো উইকেটে। নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাশা ভালো উইকেটের। সিম মুভমেন্ট আছে এমন উইকেট এখানে পাব না জানি। তবে ব্যাটসম্যানদের জন্য রানবান্ধব উইকেট চাই।’

তবে বাংলাদেশের বর্তমান আদ্র আবহাওয়া ভালো উইকেট প্রস্তুতের জন্য যায় না, বিষয়টা মানছেন টাইগার কোচ। তবে আবহাওয়া যেমন হোক আসন্ন সিরিজ ভালো উইকেটে হোক -এমন চাওয়া টাইগার কোচের। ‘বর্তমান আবহাওয়ায় উইকেট ভালো রাখা কঠিন। তেমন রোদ নেই, উইকেট শুকনো রাখা যাচ্ছে না। আর্দ্রতার কারণে বছরের এই সময়টায় উইকেট ধীরই থাকবে। আমিও চাই ভালো উইকেট হোক। কিন্তু এটা কঠিন।’

সাধারণত মিরপুর মাঠের উইকেটে স্পিনাররাই বাড়তি সুবিধা পান। মন্থর ও টার্নিং পিচে বল একটু ধীরে আসে। ব্যাটাররা রান তোলার জন্য অনেক সমস্যায় পরে। তবে স্পিনিং পিচ হলে গতিময়-বাউন্সি পিচে খেলা অজিদের মতো কিউইদেরও পরীক্ষাতে ফেলাই হবে সহজ সমীকরণ।

চলতি মাসের ২৪ তারিখে ঢাকায় পা রাখবে টম লাথামের দল। ২২ তারিখের দিকে করোনা পরীক্ষা করে ২৪ তারিখে বাংলাদেশি খেলোয়াড়রা বায়ো-বাবলে চলে যাবে। সেপ্টেম্বরের ১ তারিখ শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দশদিনের ব্যবধানে সিরিজটি শেষ হবে ১০ সেপ্টেম্বর।