আকাশ জাতীয় ডেস্ক:
কুলাউড়ার চাতলাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের ২১ রোহিঙ্গা। শনিবার দুপুরে মৌলভীবাজার মডেল থানা পুলিশ জেলা সদরের ঢাকা বাসষ্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একটি দল শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা সদরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
পুলিশ দলবদ্ধভাবে সন্দেহজনক অবস্থানকালে ৯ মাসের শিশুসহ ২১ রোহিঙ্গাকে আটক করে।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকার আলীঘাট থেকে পালিয়ে দালালের মাধ্যমে তারা কুলাউড়ার চাতলাপুর সীমান্ত দিয়ে কাজের সন্ধানে মৌলভীবাজারে আসেন। এই রোহিঙ্গারা মিয়ানমার থেকে ২০১২ সাল হতে পর্যায়ক্রমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ইউএনএইচসিআর নয়াদিল্লির মাধ্যমে শরণার্থী হিসেবে ভারতে বসবাস করছিলেন।
আটককৃত রোহিঙ্গারা হলো- মো. শাকের (২৭), লায়লা বেগম (২৭), নূর হালিমা (৭), নূর কলিমা (৬), নুর সামিরা (৪), মো. ছোফায়েদ (২), নাজমুল্লাহ (২২), শানু আরা (২০), নাছিমা (৩), ইউসুফ আলী (২৮), মোস্তাকিমা (২১), ইসলাম খাতুন (৪৯), মনারা নাহার(১৭), মুহাম্মদ ইউনূস, রোকেযা বেগম(১৫), জোবায়ের (২১), মনোয়ারা(২১), মো. উমায়ের (৯ মাস), মো. ইয়াহিয়া (২৫), মোহাম্মদ কামাল (২০) ও সেনোয়ার আক্তার (১৮)।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক ঘটনা নিশ্চিত করে বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আকাশ নিউজ ডেস্ক 























