আকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৬৫ কেজি গাঁজাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক জব্দ করা হয়।
শনিবার বিকালে র্যাব-৩ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৩ জানতে পারে যে, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কিছু মাদক চোরাকারবারি একটি ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে কুমিল্লা থেকে ঢাকায় আসছে। শনিবার ভোর পাঁচটার সময় সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬৫ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ মো. লিয়ন আলী, মো. আনারুল ইসলাম এবং মো. আল-আমিন নামের তিন মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
র্যাবের ভাষ্যমতে, আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কিনে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি
করে আসছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























