ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

জামা-কাপড় পরিধানের দোয়া

অাকাশ নিউজ ডেস্ক:

দুনিয়ায় প্রতিটি কাজেই রয়েছে বরকতময় দোয়া। যা কুরআন এবং হাদিসে বর্ণিত রয়েছে। হাদিসে পাকে প্রিয়নবী (সা:)প্রতিটি কর্মের উদ্দেশ্যেই দোয়া ও আমল-এর বর্ণনা দিয়েছেন।

নতুন জামা-কাপড় পরিধানের ক্ষেত্রে আল্লাহর রহমত ও বরকত কামনায় হাদিসে দোয়ার উদ্ধৃতি দেয়া হয়েছে।

হজরত আবু সাঈদ খুদরি (রা:) বলেন, রাসুলুল্লাহ (সা:) যখনই কোনো নতুন কাপড় পরিধান করতেন, তখন তার (জামা-কাপড়ের) নাম উল্লেখ করতেন। যেমন পাগড়ি, জামা, চাদর ইত্যাদি। তারপর বলতেন-

উচ্চারণ: ‘আল্লা-হুম্মা লাকাল-হামদু আনতা কাসাওতানীহি। আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিআ’ লাহু। ওয়া আঊ’জু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ’ লাহু।

অর্থ: ‘হে আল্লাহ্! সব প্রশংসা আপনারই জন্য। আপনিই আমাকে এ পোশাক পরিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি। আর আমি এর অনিষ্ট এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।’ (আবু দাউদ, মিশকাত)

যে কোনো কাপড় পরিধান
আর যে কোনো কাপড় পরিধানের ক্ষেত্রেও রয়েছে দোয়া। তা হোক নতুন কিংবা পুরনো। সেক্ষেত্রেও রয়েছে বরকত ও কল্যাণের দোয়া। আর তাহলো-

উচ্চারণ: আলহামদুলিল্লা হিল্লাজি কাসানি হাজা (চ্ছাওয়াবু) ওয়া রাযাক্বানিহি মিন গাইরি হাইলিম মিন্নি ওয়া লা কুওয়্যাহ।’ (তিরিমজি, আবু দাউদ, ইবনে মাজাহ)

অর্থ: সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এ (কাপড়)টি পরিধান করিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামা-কাপড় পরিধানের দোয়া

আপডেট সময় ০৬:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

দুনিয়ায় প্রতিটি কাজেই রয়েছে বরকতময় দোয়া। যা কুরআন এবং হাদিসে বর্ণিত রয়েছে। হাদিসে পাকে প্রিয়নবী (সা:)প্রতিটি কর্মের উদ্দেশ্যেই দোয়া ও আমল-এর বর্ণনা দিয়েছেন।

নতুন জামা-কাপড় পরিধানের ক্ষেত্রে আল্লাহর রহমত ও বরকত কামনায় হাদিসে দোয়ার উদ্ধৃতি দেয়া হয়েছে।

হজরত আবু সাঈদ খুদরি (রা:) বলেন, রাসুলুল্লাহ (সা:) যখনই কোনো নতুন কাপড় পরিধান করতেন, তখন তার (জামা-কাপড়ের) নাম উল্লেখ করতেন। যেমন পাগড়ি, জামা, চাদর ইত্যাদি। তারপর বলতেন-

উচ্চারণ: ‘আল্লা-হুম্মা লাকাল-হামদু আনতা কাসাওতানীহি। আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিআ’ লাহু। ওয়া আঊ’জু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ’ লাহু।

অর্থ: ‘হে আল্লাহ্! সব প্রশংসা আপনারই জন্য। আপনিই আমাকে এ পোশাক পরিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি। আর আমি এর অনিষ্ট এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।’ (আবু দাউদ, মিশকাত)

যে কোনো কাপড় পরিধান
আর যে কোনো কাপড় পরিধানের ক্ষেত্রেও রয়েছে দোয়া। তা হোক নতুন কিংবা পুরনো। সেক্ষেত্রেও রয়েছে বরকত ও কল্যাণের দোয়া। আর তাহলো-

উচ্চারণ: আলহামদুলিল্লা হিল্লাজি কাসানি হাজা (চ্ছাওয়াবু) ওয়া রাযাক্বানিহি মিন গাইরি হাইলিম মিন্নি ওয়া লা কুওয়্যাহ।’ (তিরিমজি, আবু দাউদ, ইবনে মাজাহ)

অর্থ: সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এ (কাপড়)টি পরিধান করিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন।’