ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী। এর আগে টানা দুই আসরে শিরোপা জিতে নেয় ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান করে আবাহনী। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ৪০ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ইনিংসের শেষদিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ১৩ বলে দুই ছক্কায় অপরাজিত ২১ রান করেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

টার্গেট তাড়া করতে নেমে সাইফউদ্দিনের গতির মুখে পড়ে ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় প্রাইম ব্যাংকের দলটি। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ওপেনার রুবেল মিয়া। দলীয় ৯৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪৩ বলে ৪১ রান করেন তিনি।

ইনিংসের শেষদিকে দলকে জয় উপহার দিতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান অলক কাপালি। জয়ের জন্য শেষ ওভারে প্রাইম ব্যাংক দলের প্রয়োজন ছিল ১৬ রান। শহিদুল ইসলামের করা শেষ ওভারে ৭ রানের বেশি আদায় করে নিতে পারেননি কাপালি। দলের হয়ে ১৭ বলে তিন ছক্কা আর দুটি চারের সাহায্যে অপরাজিত ৩২ রান করেন কাপালি।

আবাহনীর জয়ে ব্যাট হাতে ১৩ বলে অপরাজিত ২১ রান আর বল হাতে ৩৬ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন সাইফউদ্দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কী কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী

আপডেট সময় ০৭:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী। এর আগে টানা দুই আসরে শিরোপা জিতে নেয় ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান করে আবাহনী। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ৪০ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ইনিংসের শেষদিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ১৩ বলে দুই ছক্কায় অপরাজিত ২১ রান করেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

টার্গেট তাড়া করতে নেমে সাইফউদ্দিনের গতির মুখে পড়ে ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় প্রাইম ব্যাংকের দলটি। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ওপেনার রুবেল মিয়া। দলীয় ৯৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪৩ বলে ৪১ রান করেন তিনি।

ইনিংসের শেষদিকে দলকে জয় উপহার দিতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান অলক কাপালি। জয়ের জন্য শেষ ওভারে প্রাইম ব্যাংক দলের প্রয়োজন ছিল ১৬ রান। শহিদুল ইসলামের করা শেষ ওভারে ৭ রানের বেশি আদায় করে নিতে পারেননি কাপালি। দলের হয়ে ১৭ বলে তিন ছক্কা আর দুটি চারের সাহায্যে অপরাজিত ৩২ রান করেন কাপালি।

আবাহনীর জয়ে ব্যাট হাতে ১৩ বলে অপরাজিত ২১ রান আর বল হাতে ৩৬ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন সাইফউদ্দিন।