অাকাশ জাতীয় ডেস্ক:
নীলফামারীর ডোমারে দেওনাই নদীর দখলকে কেন্দ্র করে দুই গ্রাম বাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী হাজিপাড়া গ্রামে। নদীর ওপারে নীলফামারী সদর উপজেলার লক্ষিছাপ ইউনিয়নের সবুজপাড়া গ্রাম। দুই গ্রামের মধ্যদিয়ে বয়ে যাওয়া দেওনাই নদীতে নীলফামারী সদর উপজেলার লক্ষিছাপ ইউনিয়নের সবুজপাড়া গ্রামের কয়েক যুবক বানা বসাতে গেলে বাঁধা দেয় হাজিপাড়া গ্রামের লোকজন।
এসময় উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।সংঘর্ষে দু-গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে উভয় পক্ষে ২০জন আহত হয়।আহতরা হলেন,রুবেল ইসলাম,রেজাউল ইসলাম, আমিনার রহমান,শাহিনুর ইসলাম,মন্জুরুল ইসলাম,আমিনা বেগম,রবিউল ইসলাম,জাহিদ হোসেন, রায়হান, নুরনবী, ফজলার রহমান,হুসেন আলী,আলমগীর হোসেন,আব্দুস ছালাম,আবু তালেব,আবু বক্কর ছিদ্দিক,রনজু ইসলাম,আব্দুছ ছামাদ ও আল-আমিন।
আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় সবুজ পাড়া গ্রামের আবু কালাম নামে এক যুবককে দেশীয় অন্ত্রসহ আটক করে ডোমার থানা পুলিশের কাছে সোপর্দ করে হাজিপাড়া গ্রামের লোকজন।
এ ব্যাপারে হরিনচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, দেওনাই নদীতে মাছ ধরা নিয়ে দীর্ঘদিন যাবত দু-গ্রামের মধ্যে দ্বন্দ চলে আসছে। ইতিপূর্বে দু-পক্ষকে নদীতে নামতে বাধা-নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার সবুজপাড়া গ্রামের লোকজন নদীতে বানা বসাতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
ডোমার এবং নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষে মামলার প্রস্তুতি চলছে।
মো. মহিবুল্লাহ্, নীলফামারী প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 























