আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ গ্রহণের একদিন পর তাকে ইমপিচমেন্টের (অভিশংসন) আবেদন করেছেন এক নারী। তিনি জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসওম্যান মারজোরি টেইলর গ্রিন। অভিশংসনের আবেদনের পর টুইটারে এ কথা জানান তিনি। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট ও ফক্স নিউজের।
গ্রিন বলেন, ‘আমি প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিশংসন করতে আবেদন করেছি। পরিস্থিতি কী দাঁড়ায় আমরা সেটা দেখবো।’
তবে এই আবেদন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের গণ্ডি পেরোনোর সম্ভাবনা খুবই কম। কেননা প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাছাড়া নিজ দলের রিপাবলিকানরাও এ নিয়ে খুব মাতামাতি করবে বলে মনে হয় না। কারণ গত সপ্তাহে প্রতিনিধি পরিষদে যখন ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো ইমপিচমেন্ট করা হয় তখন বেশ কয়েকজন রিপাবলিকানও ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছিলেন।
গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে বলে প্রবল বিশ্বাস করেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই এই ষড়যন্ত্র তত্ত্বের চরম সমর্থক গ্রিন। চলতি মাসের শুরুতে গ্রিনের সোশ্যাল মিডিয়া ১২ ঘণ্টার জন্য স্থগিত করে দেয়া হয়েছিল।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। বুধবার কড়া নিরাপত্তার মধ্যে শপথ নিয়েছেন তিনি।
তার আগে শপথ নিয়েছেন নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বলা বাহুল্য, ভিন্ন এক প্রেক্ষাপটে তারা দুজন শপথ নিয়েছেন। একদিকে করোনাভাইরাস, অন্যদিকে বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেখে যাওয়া বিভক্ত সমাজ-এ দুই কারণে শপথ অনুষ্ঠানটি আগের মতো থাকতে পারেনি।
বস্তুত করোনাভাইরাসজনিত বিপর্যয়কর পরিস্থিতি, মহামারির কারণে নাজুক অর্থনীতি, ভেঙে পড়া পররাষ্ট্রনীতি, ক্ষমতা হস্তান্তর নিয়ে বিদায়ি প্রেসিডেন্ট ট্রাম্পের চরম অসহযোগিতা ও সহিংসতার আশঙ্কার মধ্যে এক অস্বস্তিকর পরিস্থিতিতে জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হয়।
I just filed Articles of Impeachment on President @JoeBiden. pic.twitter.com/mcwEEkKiHL
— Rep. Marjorie Taylor Greene🇺🇸 (@RepMTG) January 21, 2021
আকাশ নিউজ ডেস্ক 
























