আকাশ জাতীয় ডেস্ক:
পুঁজিবাজারে সুশাসনের সুবাতাস বইতে শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা ফেব্রুয়ারিতে ডিএসই বোর্ড দায়িত্ব গ্রহণ করি। এরপর নানা সমস্যা ছিল। করোনা মহামারির কারণে ৬৬ দিন লেনদেন বন্ধ রাখা হয়। সর্বোপরি বিএসইসির ইতিবাচক কর্মকাণ্ডে ডিসেম্বরের পর থেকে পুঁজিবাজারে সুবাতাস বইতে শুরু করেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























