অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শবনম মোস্তারী এ নির্দেশ দেন।
বাদীর আইনজীবী আ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ জানান, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে ইরাদ। এ ঘটনায় তার বিরুদ্ধে ওই বছরের ৩ অক্টোবর গাইবান্ধা সদর আমলি আদালতে জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন একটি মামলা করেন।
এই মামলায় তাকে বুধবার গাইবান্ধা সদর আমলি আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালতের বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরো জানান, ইরাদের বিরুদ্ধে এ সংক্রান্ত আরো একাধিক মামলা থাকায় গত ১৫ আগস্ট তাকে ঢাকায় গ্রেফতার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 























