আকাশ জাতীয় ডেস্ক:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে এক নববধূকে আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিহতের ভাই বিমল মন্ডল বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো স্বামী আকাশ, শাশুড়ি সুশীলা এবং দেবর পলাশ। নিহত নববধূ লতিকা মন্ডল (২০) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার লাখন্ডা গ্রামের নিত্যানন্দ মন্ডলের মেয়ে। লতিকার স্বামী আকাশ আগৈলঝাড়ার কোদালধোয়া গ্রামের কালীপদ বালার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান জানান, গত ৬ মাস আগে পারিবারিকভাবে লতিকা মন্ডলের সাথে আকাশের বিয়ে হয়। বিয়ের পর স্বামী ও শাশুড়ি এবং পরিবারের লোকজন বিভিন্ন অজুহাতে লতিকার সাথে দুর্ব্যবহার করতো। তাদের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে কীটনাশক পান করে লতিকা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























