অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বনানী-কাকলী বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় রহিচ উদ্দিন (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী মানিক মিয়া জানান, তারা মাটি কাটার কাজ করেন এবং ভাটারা নতুনবাজার এলাকায় থাকেন। নিহত রহিচ উদ্দিনের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলসাকান্দা উপজেলার পলাশহাটি গ্রামে। তার বাবার নাম দানু মোড়ল। কয়েকদিন আগে কাজের উদ্দেশে সে ঢাকায় আসে।
তিনি আরো জানান, রহিচ উদ্দিন আজ সকালে বনানী-কাকলী এলাকায় কাজের উদ্দেশে এসে বাসস্ট্যান্ডের পাশে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























