আকাশ জাতীয় ডেস্ক:
শৈশবে (৮ বছর বয়সে) হেলিকপ্টার উড়তে দেখে বাবার কাছে হেলিকপ্টারে চড়ার আবদার করেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের মো. আবুল মনসুর খানের (রতন মিয়ার) বড় ছেলে মেহেদী হাসান খান রনি।
তখন বাবা বলেছিলেন, বড় হওয়ার পর তোমাকে হেলিকপ্টারে করে বিয়ে দেব। ছেলের সেই স্বপ্নকে এবার বাস্তবে পরিণত করলেন বাবা।
প্রকৌশলী মেহেদী হাসান খান রনি সাইপ্রাস প্রবাসী। নববধূ প্রকৌশলী জান্নাতুল ফেরদৌস আলিফা ও বর মেহেদী হাসান খান রনির বিয়ে পারিবারিকভাবেই সম্পন্ন হয়। নববধূ ঢাকার বেইলী রোডের ব্যবসায়ী আলমগীর কবীরের বড় মেয়ে।
বরের বাবা মো. আবুল মনসুর খান একজন কৃষক। ছেলের স্বপ্ন পূরণ করায় খুশি তিনিও। ছেলের স্বপ্ন পূরণ করতে ৩ লাখ টাকায় হেলিকপ্টার ভাড়া নিয়ে বিয়ের আয়োজন করেন। বিষয়টিতে এলাকাবাসীও খুব খুশি।
বরের বাবা মো. আবুল মনসুর খান বলেন, শুক্রবার দুপুর ১২টায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে রওনা হয় তার ছেলে। ওই দিনই বাড়িতে বউভাতের আয়োজন করা হয়।
প্রকৌশলী মেহেদী হাসান খান রনি বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন আজ পূরণ হল। এজন্য তিনি তার বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান পল্টন সরকার বলেন, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা আমার এলাকায় এটিই প্রথম। আমার জানামতে এর আগে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে এভাবে কারও বিয়ে করার ঘটনা ঘটেনি।
আকাশ নিউজ ডেস্ক 























