আকাশ জাতীয় ডেস্ক:
‘প্রাইভেট সেক্টর ব্যাংক’ ক্যাটাগরিতে ২০১৯ সালের সর্বোত্তম বার্ষিক প্রতিবেদনের জন্য সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘২০তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট-২০১৯’ পদক প্রদান অনুষ্ঠানে সম্প্রতি এই পদক দেয়া হয়।
আইসিএবি কাউন্সিলের ইন্ডিপেন্ডেন্ট রিভিউ কমিটি ফর পাবলিসড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্ট (আরসিপিএআর) এর স্বাধীন মূল্যায়ন এবং জুরি বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড উক্ত মর্যাদাপূর্ণ পদক অর্জন করে।
গত ২৬ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলী রেজার হাতে পদক তুলে দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। -বিজ্ঞপ্তি
আকাশ নিউজ ডেস্ক 
























