ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

‘টিংটংটিউবে’ নিরাপদ বিনোদন পাবে শিশুরা

আকাশ আইসিটি ডেস্ক : 

তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের যুগে সব শ্রেণি-পেশার মানুষ কোনো না কোনোভাবে প্রযুক্তির সঙ্গে থাকছেন। তবে নির্মল বিনোদনের বদলে অনেক সময় আপত্তিকর কনটেন্ট চলে আসায় পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে।

তাই শিশু-কিশোরদের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় শিশুতোষ নিরাপদ কনটেন্ট নিয়ে শুরু হয়েছে টিংটংটিউব নামে একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। শিশু-কিশোরদের মানবিক ও মানসিক বিকাশ, সুশিক্ষা, সুস্থ ও নিরাপদ বিনোদন নিশ্চিত করতে ইউটিউবের আদলে গড়ে তোলা হয়েছে এই সাইটটি।

আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লাইভ হবে এই ওয়েবসাইটটি।

পাশাপাশি টিংটংটিউব টিম অ্যাড্রয়েড ব্যবহারকারীদের জন্য আনতে যাচ্ছে টিংটংটিউবের অ্যাপ। অ্যাপটির কাজ প্রায় শেষ। আগামী ১ জানুয়ারি গুগল প্লে স্টোরে যুক্ত হবে অ্যাপটি।

উদ্যোক্তারা জানান, এক সময় শিশু-কিশোরেরা অবসর কাটাতো খেলার মাঠে। কিন্তু বর্তমানে খেলার মাঠের সংখ্যা কমে যাওয়ায় এবং তথ্য-প্রযুক্তির আগ্রগতির কারণে শিশুদের কাছে পৌঁছে গেছে কম্পিউটার, মোবাইলফোন তথা ইন্টারনেট। টেলিভিশনের পাশাপাশি বর্তমান সময়ে শিশুদের জন্য ইউটিউব অনেক জনপ্রিয়। কিন্তু এখানে আছে ঝুঁকি।

ইউটিউবে অনেক সময় শিশুদের শিশুতোষ কনটেন্ট দেখার সময় চলে আসে বড়দের ভিডিও বা শিশুদের জন্য আপত্তিকর এমন ভিডিও, যা দেখে তাদের খারাপ কিছু শিখে ফেলার ঝুঁকি থাকে। পাশাপাশি ইউটিউবে প্রায়ই নানা বিদেশি ভাষারও ভিডিও চলে আসে শিশুদের সামনে, যে ভাষা তারা বোঝে না। টিংটংটিউব এসব সমস্যা থাকবে না।

যে কেউ চাইলেই শিশু-কিশোরদের নিয়ে বা শিশু-কিশোরদের জন্য ভিডিও কনটেন্ট পাঠাতে পারবেন টিংটংটিউবে। পরিষোধিত নিরাপদ কনটেন্ট প্রকাশ করার জন্য টিংটংটিউবে থাকবে রিভিউয়ের সুযোগ। টিংটংটিউবের টিম থেকে পর্যবেক্ষণ শেষে এই কনটেন্ট ঠাঁই পাবে টিংটংটিউবের সাইটে।

শিশুর আদব-কায়দা, সুশিক্ষা ও সচেতনতামূলক কনটেন্টের পাশাপাশি দেশের ইতিহাস, সংস্কৃতি, দেশের অর্জন, সাধারণ জ্ঞান জানার সুযোগ থাকবে টিংটংটিউবে। এছাড়া, বিনোদনের জন্য গেমস, গান, খেলাধুলা, কার্টুন, ভ্রমন ও প্রযুক্তিসহ নানা সবধরনের ভিডিও থাকবে এই সাইটটিতে।

টিংটংটিউবের প্রতিষ্ঠাতা, আজমীর হাসান কনক বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছোটবেলার পরিবেশ হারিয়ে ফেলেছি, আমরা চাইলেই এখন শিশু-কিশোরদের আমাদের সময়টা এনে দিতে পারবো না। এখনকার শিশু-কিশোরেরা এই সময়ের প্রতিনিধি। যুগ এর সাথে ইতিবাচকভাবে এগিয়ে চলাটাই ভালো সিদ্ধান্ত। আমরা চাই শিশু-কিশোররা ভালো কিছু শিখুক বা সঙ্গে এটাও চাই তারা যেন স্ক্রিন এডিক্টেড না হয়। শিশু-কিশোরদের সুশিক্ষা ও নিরাপদ বিনোদন নিশ্চিত করতে আমরা এখন বাবা-মা এর সঙ্গে আছি। আশা করছি সবার সমর্থন ও সহযোগিতায় আমরা ভালো কিছু করতে সক্ষম হবো।’

আগামী ১৬ ডিসেম্বর ব্রাউজারে www.tingtongtube.com লিখলেই পাওয়া যাবে এই সাইটিকে। আর গুগল প্লে স্টোরের অ্যাপ পেতে অপেক্ষা করতে হবে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

‘টিংটংটিউবে’ নিরাপদ বিনোদন পাবে শিশুরা

আপডেট সময় ০৯:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

আকাশ আইসিটি ডেস্ক : 

তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের যুগে সব শ্রেণি-পেশার মানুষ কোনো না কোনোভাবে প্রযুক্তির সঙ্গে থাকছেন। তবে নির্মল বিনোদনের বদলে অনেক সময় আপত্তিকর কনটেন্ট চলে আসায় পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে।

তাই শিশু-কিশোরদের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় শিশুতোষ নিরাপদ কনটেন্ট নিয়ে শুরু হয়েছে টিংটংটিউব নামে একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। শিশু-কিশোরদের মানবিক ও মানসিক বিকাশ, সুশিক্ষা, সুস্থ ও নিরাপদ বিনোদন নিশ্চিত করতে ইউটিউবের আদলে গড়ে তোলা হয়েছে এই সাইটটি।

আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লাইভ হবে এই ওয়েবসাইটটি।

পাশাপাশি টিংটংটিউব টিম অ্যাড্রয়েড ব্যবহারকারীদের জন্য আনতে যাচ্ছে টিংটংটিউবের অ্যাপ। অ্যাপটির কাজ প্রায় শেষ। আগামী ১ জানুয়ারি গুগল প্লে স্টোরে যুক্ত হবে অ্যাপটি।

উদ্যোক্তারা জানান, এক সময় শিশু-কিশোরেরা অবসর কাটাতো খেলার মাঠে। কিন্তু বর্তমানে খেলার মাঠের সংখ্যা কমে যাওয়ায় এবং তথ্য-প্রযুক্তির আগ্রগতির কারণে শিশুদের কাছে পৌঁছে গেছে কম্পিউটার, মোবাইলফোন তথা ইন্টারনেট। টেলিভিশনের পাশাপাশি বর্তমান সময়ে শিশুদের জন্য ইউটিউব অনেক জনপ্রিয়। কিন্তু এখানে আছে ঝুঁকি।

ইউটিউবে অনেক সময় শিশুদের শিশুতোষ কনটেন্ট দেখার সময় চলে আসে বড়দের ভিডিও বা শিশুদের জন্য আপত্তিকর এমন ভিডিও, যা দেখে তাদের খারাপ কিছু শিখে ফেলার ঝুঁকি থাকে। পাশাপাশি ইউটিউবে প্রায়ই নানা বিদেশি ভাষারও ভিডিও চলে আসে শিশুদের সামনে, যে ভাষা তারা বোঝে না। টিংটংটিউব এসব সমস্যা থাকবে না।

যে কেউ চাইলেই শিশু-কিশোরদের নিয়ে বা শিশু-কিশোরদের জন্য ভিডিও কনটেন্ট পাঠাতে পারবেন টিংটংটিউবে। পরিষোধিত নিরাপদ কনটেন্ট প্রকাশ করার জন্য টিংটংটিউবে থাকবে রিভিউয়ের সুযোগ। টিংটংটিউবের টিম থেকে পর্যবেক্ষণ শেষে এই কনটেন্ট ঠাঁই পাবে টিংটংটিউবের সাইটে।

শিশুর আদব-কায়দা, সুশিক্ষা ও সচেতনতামূলক কনটেন্টের পাশাপাশি দেশের ইতিহাস, সংস্কৃতি, দেশের অর্জন, সাধারণ জ্ঞান জানার সুযোগ থাকবে টিংটংটিউবে। এছাড়া, বিনোদনের জন্য গেমস, গান, খেলাধুলা, কার্টুন, ভ্রমন ও প্রযুক্তিসহ নানা সবধরনের ভিডিও থাকবে এই সাইটটিতে।

টিংটংটিউবের প্রতিষ্ঠাতা, আজমীর হাসান কনক বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছোটবেলার পরিবেশ হারিয়ে ফেলেছি, আমরা চাইলেই এখন শিশু-কিশোরদের আমাদের সময়টা এনে দিতে পারবো না। এখনকার শিশু-কিশোরেরা এই সময়ের প্রতিনিধি। যুগ এর সাথে ইতিবাচকভাবে এগিয়ে চলাটাই ভালো সিদ্ধান্ত। আমরা চাই শিশু-কিশোররা ভালো কিছু শিখুক বা সঙ্গে এটাও চাই তারা যেন স্ক্রিন এডিক্টেড না হয়। শিশু-কিশোরদের সুশিক্ষা ও নিরাপদ বিনোদন নিশ্চিত করতে আমরা এখন বাবা-মা এর সঙ্গে আছি। আশা করছি সবার সমর্থন ও সহযোগিতায় আমরা ভালো কিছু করতে সক্ষম হবো।’

আগামী ১৬ ডিসেম্বর ব্রাউজারে www.tingtongtube.com লিখলেই পাওয়া যাবে এই সাইটিকে। আর গুগল প্লে স্টোরের অ্যাপ পেতে অপেক্ষা করতে হবে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।