ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

‘বাবু খাইছো’ গান নিয়ে মীর মাসুম ও হিরো আলমের পাল্টাপাল্টি অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক : 

‘বাবু খাইছো’ গানটির শিরোনাম, কথা, সুর চুরি ও বিকৃত করার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুম।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মাসুম জানিয়েছেন, ‘গত ৬ ডিসেম্বর আদালতে ডিজিটাল সুরক্ষা আইনের ২২, ২৩ ও ২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি শুনানি শেষে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।’

এদিকে, এই মামলা নিয়ে মুখ খুলেছেন হিরো আলম। তার অভিযোগ, ‘আমাকে জোকার বলা হয়েছে। আমি এখন মামলার বাদীর বিরুদ্ধে উল্টো মামলা করব। সে যুব সমাজকে নষ্ট করেছে। সে বাবু ‘খাইছো’র মতো ন্যাকামো গান করে আগে সমালোচনার মুখে পড়েছে।

আলম আরও বলেন, ‘বাবু খাইছো’ শব্দটা ফেসবুকে প্রচলিত শব্দ। সবাই বলে-লেখে। ওনারা গানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলে ওদের হয়ে গেল? সবার আগে আমার কথা হলো আমি কোনো গায়ক না, আমি শখে গেয়েছি। এতে কারো ক্ষতি হবার কথা না।

তবে মামলার বাদী মীর মাসুম গণমাধ্যমের কাছে দাবি করেন, আমার সৃষ্টিকে চুরি ও বিকৃত হতে দেখলাম। আবার বিকৃত করে তা দিয়ে অর্থ উপার্জনও করছে হিরো আলম। এটাকে চুরি বলাও ঠিক হবে না, বরং এটি ডাকাতি। আমার সঙ্গে যা ঘটেছে তা যেকোনো শিল্পীর জন্য অপমানজনক। আমি রাষ্ট্রের কাছে বিচার চাই।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় একক নাটক ‘বাবু খাইছো?’। মূলত এই নাটকের শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দেয়। ‘বাবু খাইছো’ শিরোনামের গানটির কথা ও কণ্ঠ দেন মীর মারুফ। এদিকে এই গানের সূত্র ধরে হিরো আলমও একটি গান গেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাবু খাইছো’ গান নিয়ে মীর মাসুম ও হিরো আলমের পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় ১০:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

আকাশ বিনোদন ডেস্ক : 

‘বাবু খাইছো’ গানটির শিরোনাম, কথা, সুর চুরি ও বিকৃত করার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুম।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মাসুম জানিয়েছেন, ‘গত ৬ ডিসেম্বর আদালতে ডিজিটাল সুরক্ষা আইনের ২২, ২৩ ও ২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি শুনানি শেষে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।’

এদিকে, এই মামলা নিয়ে মুখ খুলেছেন হিরো আলম। তার অভিযোগ, ‘আমাকে জোকার বলা হয়েছে। আমি এখন মামলার বাদীর বিরুদ্ধে উল্টো মামলা করব। সে যুব সমাজকে নষ্ট করেছে। সে বাবু ‘খাইছো’র মতো ন্যাকামো গান করে আগে সমালোচনার মুখে পড়েছে।

আলম আরও বলেন, ‘বাবু খাইছো’ শব্দটা ফেসবুকে প্রচলিত শব্দ। সবাই বলে-লেখে। ওনারা গানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলে ওদের হয়ে গেল? সবার আগে আমার কথা হলো আমি কোনো গায়ক না, আমি শখে গেয়েছি। এতে কারো ক্ষতি হবার কথা না।

তবে মামলার বাদী মীর মাসুম গণমাধ্যমের কাছে দাবি করেন, আমার সৃষ্টিকে চুরি ও বিকৃত হতে দেখলাম। আবার বিকৃত করে তা দিয়ে অর্থ উপার্জনও করছে হিরো আলম। এটাকে চুরি বলাও ঠিক হবে না, বরং এটি ডাকাতি। আমার সঙ্গে যা ঘটেছে তা যেকোনো শিল্পীর জন্য অপমানজনক। আমি রাষ্ট্রের কাছে বিচার চাই।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় একক নাটক ‘বাবু খাইছো?’। মূলত এই নাটকের শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দেয়। ‘বাবু খাইছো’ শিরোনামের গানটির কথা ও কণ্ঠ দেন মীর মারুফ। এদিকে এই গানের সূত্র ধরে হিরো আলমও একটি গান গেয়েছেন।