ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

এসব সেই নব্বই সাল থেকে দেখছি

আকাশ নিউজ ডেস্ক:

আজ কিছু নিউজ পোর্টাল দেখলাম খবর করেছে, আমি নাকি করোনায় আক্রান্ত এবং দেশবাসীর কাছে দোয়া চাইছি। এসব আমাকে আর অবাক করে না। আমার সম্পর্কে মিথ্যে খবর বিক্রি করে অনেকদিন ওরা খাচ্ছে। আমার মিথ্যে বিয়ে দেয়, যার তার সঙ্গে আমাকে শোয়ায়, আমার মিথ্যে ইন্টারভিউ ছাপায়, আমি যা বলিনি তা বলেছি বলে মিথ্যে কোট করে, আমার নাম দিয়ে বই ছাপায়। এসব সেই নব্বই সাল থেকে দেখছি। কেউ বলে মামলা করো, ব্যবস্থা নাও। আমার পক্ষে মামলা করা, ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

একবার, সম্ভবত ৯২ সালে মামলা করেছিলাম এক চোরের বিরুদ্ধে। চোরটি আমার নির্বাচিত কলাম পুরোটা ছাপিয়ে প্রতিটি রচনার তলায় তার এক বা দু’ লাইনের মন্তব্য ঢুকিয়ে ‘তসলিমা নাসরিনকে উচিত জবাব’ নামে একটি বই ছাপিয়েছিল। মামলার খবর ছাপা হওয়ার পর চোরের বইটির বিক্রি ভীষণ বেড়ে গিয়েছিল। চোরটি ওটিই চেয়েছিল। মাঝখান থেকে আমার একগাদা টাকা খরচা হয়েছিল মামলায়, কপিরাইট লঙ্ঘন করার অপরাধে ওই লোকের কিচ্ছু হয়নি। এরপর থেকে ক্রিমিনালদের কীর্তিকলাপ দেখি, মন খারাপ হয়, তার পর নিজের কাজে মন দিই।

কোভিড ঘরে ঘরে হচ্ছে। আমারও হতে পারতো। যে কোনও সময়ই অসাবধানে ঘরে ঢুকেও পড়তে পারে করোনাভাইরাস। হলে সবার আগে আমিই জানাবো যে আমি করোনাভাইরাসে আক্রান্ত। হলে আমি ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাবো, কখনও কারও কাছে দোয়া চাইবো না, কারণ আমি দোয়ায় বিশ্বাস করি না।

শুধু বদমাইশি করার জন্য মিথ্যে খবর ছাপানো, শুধু খবর বিক্রি করার জন্য মিথ্যে খবর ছাপানো…এ কিছু অসৎ লোক করবেই। করেই যাবে। বিশেষ করে আমাকে নিয়ে এসব করলে কেউ ওদের চড় থাপড় লাগায় না, তাই নির্ভাবনায়, নিশ্চিন্তে, মহানন্দে করে। চারদিকে ধর্ষক, নারীবিদ্বেষী, নারী হেনস্থাকারী, দুর্নীতিবাজ, চোর, গুণ্ডা, খুনী, মিথ্যুক, সন্ত্রাসী, জঙ্গি, প্রতারক, নির্যাতকে গিজগিজ করছে। নিরীহ সরল সোজা কিছু মানুষ যে এখনও যুদ্ধ করে বেঁচে আছি, এটাই তো অনেক।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসব সেই নব্বই সাল থেকে দেখছি

আপডেট সময় ০৬:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০

আকাশ নিউজ ডেস্ক:

আজ কিছু নিউজ পোর্টাল দেখলাম খবর করেছে, আমি নাকি করোনায় আক্রান্ত এবং দেশবাসীর কাছে দোয়া চাইছি। এসব আমাকে আর অবাক করে না। আমার সম্পর্কে মিথ্যে খবর বিক্রি করে অনেকদিন ওরা খাচ্ছে। আমার মিথ্যে বিয়ে দেয়, যার তার সঙ্গে আমাকে শোয়ায়, আমার মিথ্যে ইন্টারভিউ ছাপায়, আমি যা বলিনি তা বলেছি বলে মিথ্যে কোট করে, আমার নাম দিয়ে বই ছাপায়। এসব সেই নব্বই সাল থেকে দেখছি। কেউ বলে মামলা করো, ব্যবস্থা নাও। আমার পক্ষে মামলা করা, ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

একবার, সম্ভবত ৯২ সালে মামলা করেছিলাম এক চোরের বিরুদ্ধে। চোরটি আমার নির্বাচিত কলাম পুরোটা ছাপিয়ে প্রতিটি রচনার তলায় তার এক বা দু’ লাইনের মন্তব্য ঢুকিয়ে ‘তসলিমা নাসরিনকে উচিত জবাব’ নামে একটি বই ছাপিয়েছিল। মামলার খবর ছাপা হওয়ার পর চোরের বইটির বিক্রি ভীষণ বেড়ে গিয়েছিল। চোরটি ওটিই চেয়েছিল। মাঝখান থেকে আমার একগাদা টাকা খরচা হয়েছিল মামলায়, কপিরাইট লঙ্ঘন করার অপরাধে ওই লোকের কিচ্ছু হয়নি। এরপর থেকে ক্রিমিনালদের কীর্তিকলাপ দেখি, মন খারাপ হয়, তার পর নিজের কাজে মন দিই।

কোভিড ঘরে ঘরে হচ্ছে। আমারও হতে পারতো। যে কোনও সময়ই অসাবধানে ঘরে ঢুকেও পড়তে পারে করোনাভাইরাস। হলে সবার আগে আমিই জানাবো যে আমি করোনাভাইরাসে আক্রান্ত। হলে আমি ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাবো, কখনও কারও কাছে দোয়া চাইবো না, কারণ আমি দোয়ায় বিশ্বাস করি না।

শুধু বদমাইশি করার জন্য মিথ্যে খবর ছাপানো, শুধু খবর বিক্রি করার জন্য মিথ্যে খবর ছাপানো…এ কিছু অসৎ লোক করবেই। করেই যাবে। বিশেষ করে আমাকে নিয়ে এসব করলে কেউ ওদের চড় থাপড় লাগায় না, তাই নির্ভাবনায়, নিশ্চিন্তে, মহানন্দে করে। চারদিকে ধর্ষক, নারীবিদ্বেষী, নারী হেনস্থাকারী, দুর্নীতিবাজ, চোর, গুণ্ডা, খুনী, মিথ্যুক, সন্ত্রাসী, জঙ্গি, প্রতারক, নির্যাতকে গিজগিজ করছে। নিরীহ সরল সোজা কিছু মানুষ যে এখনও যুদ্ধ করে বেঁচে আছি, এটাই তো অনেক।

(ফেসবুক থেকে সংগৃহীত)