আকাশ আইসিটি ডেস্ক :
বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ দেখা যাবে। এই বছরে এর আগে ১০ জানুয়ারি, ৫ জুন, ৪ জুলাই চন্দ্রগ্রহণ হয়েছে। তবে শেষের এই গ্রহণটি অনেকটাই বেশি সময় ধরে হবে।
আজকের চন্দ্রগ্রহণ স্থায়ী হবে প্রায় চারঘন্টা। ভারতীয় সময় দুপুর ১.০৪-এ গ্রহণ শুরু হবে। যা শীর্ষে থাকবে ৩.১৩-তে। আর শেষ হবে বিকেল ৫.২২-এ।
বাংলাদেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে।
চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্যাসিফিক এবং আটলান্টিক থেকে।
চন্দ্রগ্রহণ কী ?
যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী এক সরল রেখায় চলে আসে। এটি সম্পন্ন হয় যখন চাঁদ পৃথিবীর ছাঁয়ায় চলে আসে। গ্রহণ মূলত তিন প্রকার হয়। একটি পূর্ণগ্রাস, একটি আংশিক গ্রহণ ও আরেক টি বলয়গ্রাস।
৩০ নভেম্বরের চন্দ্রগ্রহণ বলয়গ্রাসের আওতায় থাকবে। তবে এটাই বছরের শেষ গ্রহণ নয়। বছরের শেষ গ্রহণ হবে সূর্য গ্রহণ। তা হবে ১৪ ডিসেম্বর ।
আকাশ নিউজ ডেস্ক 

























