ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন’:হাসনাত চট্টগ্রামের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অভিবাসন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জাতিসংঘের দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল যুক্তরাষ্ট্র

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে শুরু হওয়া দীর্ঘ এক বছরের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এবং পররাষ্ট্র দপ্তর এই বিচ্ছেদের চূড়ান্ত ঘোষণা দেয়। এর মাধ্যমে দীর্ঘ কয়েক দশকের অংশীদারিত্বের অবসান ঘটিয়ে বৈশ্বিক এই স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের পুরোপুরি সরিয়ে নিল বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশ।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের নেপথ্যে ডব্লিউএইচওর সংস্কারে ব্যর্থতা, স্বচ্ছতার অভাব এবং জবাবদিহিতার ঘাটতিকে দায়ী করা হয়েছে। বিশেষ করে করোনা মহামারি মোকাবিলায় সংস্থাটির ভূমিকার তীব্র সমালোচনা করে ওয়াশিংটন জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে সংস্থাটি অপ্রয়োজনীয় বিলম্ব করেছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, ডব্লিউএইচও তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। এছাড়া সংস্থাটিতে বিপুল পরিমাণ অনুদান দিলেও নীতিনির্ধারণী পর্যায়ে মার্কিন নাগরিকদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

এদিকে জাতিসংঘের নিয়ম অনুযায়ী সদস্যপদ ছাড়ার পূর্বশর্ত হিসেবে বকেয়া অর্থ পরিশোধের বিষয়টি সামনে এলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে। ২০২৪-২৫ অর্থবছর বাবদ ২৭ কোটি ডলারেরও বেশি বকেয়া থাকলেও মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, সংস্থার বর্তমান সংবিধান অনুযায়ী তারা এই অর্থ পরিশোধে আইনগতভাবে বাধ্য নয়। তবে ডব্লিউএইচও থেকে বেরিয়ে গেলেও বৈশ্বিক জনস্বাস্থ্যে নিজেদের প্রভাব বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে হোয়াইট হাউস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৪:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে শুরু হওয়া দীর্ঘ এক বছরের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এবং পররাষ্ট্র দপ্তর এই বিচ্ছেদের চূড়ান্ত ঘোষণা দেয়। এর মাধ্যমে দীর্ঘ কয়েক দশকের অংশীদারিত্বের অবসান ঘটিয়ে বৈশ্বিক এই স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের পুরোপুরি সরিয়ে নিল বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশ।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের নেপথ্যে ডব্লিউএইচওর সংস্কারে ব্যর্থতা, স্বচ্ছতার অভাব এবং জবাবদিহিতার ঘাটতিকে দায়ী করা হয়েছে। বিশেষ করে করোনা মহামারি মোকাবিলায় সংস্থাটির ভূমিকার তীব্র সমালোচনা করে ওয়াশিংটন জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে সংস্থাটি অপ্রয়োজনীয় বিলম্ব করেছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, ডব্লিউএইচও তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। এছাড়া সংস্থাটিতে বিপুল পরিমাণ অনুদান দিলেও নীতিনির্ধারণী পর্যায়ে মার্কিন নাগরিকদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

এদিকে জাতিসংঘের নিয়ম অনুযায়ী সদস্যপদ ছাড়ার পূর্বশর্ত হিসেবে বকেয়া অর্থ পরিশোধের বিষয়টি সামনে এলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে। ২০২৪-২৫ অর্থবছর বাবদ ২৭ কোটি ডলারেরও বেশি বকেয়া থাকলেও মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, সংস্থার বর্তমান সংবিধান অনুযায়ী তারা এই অর্থ পরিশোধে আইনগতভাবে বাধ্য নয়। তবে ডব্লিউএইচও থেকে বেরিয়ে গেলেও বৈশ্বিক জনস্বাস্থ্যে নিজেদের প্রভাব বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে হোয়াইট হাউস।