আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আগামী ৩ নভেম্বর (মঙ্গলবার) বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। সে হিসেবে নির্বাচনের বাকি আর মাত্র দু’দিন। তাই শেষ মূহুর্তে ভোটের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন চষে বেড়াচ্ছেন একেকটি অঙ্গরাজ্য। তবে ভোটের সমীকরণ বদলে দিতে পারে ৪টি অঙ্গরাজ্য।
মিশিগান, উইসকনসিন, আরিজোনা ও নর্থ ক্যারোলিনা রাজ্যেই প্রভাব ফেলতে পারে সবচেয়ে বেশি। সিএনএন এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ বলছে, এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ভোট পড়েছে নির্বাচনী এলাকাগুলোতে। জনমত জরিপে নির্বাচনের ফল নির্ধারণে অতি গুরুত্বপূর্ণ দুই রাজ্যে এগিয়ে ডেমোক্রেট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।মিশিগান ও উইসকনসিনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। আরিজোনা ও নর্থ ক্যারোলিনা রাজ্যেও এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। সিএনএনের রিপোর্টে আরো বলা হয়, ২০১৬ সালের নির্বাচনে এসব রাজ্যে জয়ী হন ট্রাম্প।
এবার আগামী নির্বাচনের জন্য যেসব ভোটার ভোট দিয়েছেন তাদের মধ্যে জো বাইডেনের সমর্থকই বেশি এসব রাজ্যে। যে কোন একটিতে পরাজিত হলে বদলে যেতে পারে ভোটের সমীকরণ। জরিপের তথ্য অনুযায়ী, আরিজোনায় বাইডেনের সমর্থন রয়েছে ৫০ শতাংশ এবং ট্রাম্পকে সমর্থন করেন ৪৬ শতাংশ ভোটার। উইসকনসিনে বাইডেন এগিয়ে রয়েছেন ৫২ শতাংশ সমর্থন নিয়ে। এই রাজ্যে ট্রাম্পের সমর্থন ৪৪ শতাংশ।
তবে এই চার রাজ্যেই নারী ভোটারদের ৫৫ শতাংশের বেশি বাইডেনকে সমর্থন করেন বলে জানান ভোটাররা। আরিজোনা ও নর্থ ক্যারোলিনায় বেশিরভাগ পুরুষ ভোটারের পছন্দ ট্রাম্প এবং মিশিগান ও উইসকনসিনে এই সংখ্যা প্রায় সমান। ভোটার ও গণমাধ্যম জরিপে যিনিই এগিয়ে থাকুন না কেন, আগামী ৩ নভেম্বর অবসান হবে সব জল্পনা কল্পনার।
আকাশ নিউজ ডেস্ক 
























