আকাশ নিউজ ডেস্ক:
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা আলমগীরের নামে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট।
যেখানে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কিছু বক্তব্য দেয়া হয়েছে।
পোস্টটির পর পরই বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা। অনেকে তাকে ফোন করে এ পোস্টের ব্যাপারে জানতে চাইছেন। অন্য ধর্মাবলম্বীদের বিষয়ে তার এমন মতাদর্শ দেখে হতবাক হচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
তবে নায়ক আলমগীরের দাবি, এ পোস্ট তার নয়। তার নামে ভুয়া একটি ফেসবুক পেজ থেকে এরূপ পোস্ট দেয়া হয়েছে।
গণমাধ্যমকে আলমগীর বলেন, ‘ধর্ম নিয়ে আমি ফেসবুকে কোনো পোস্ট দেইনি। ফেসবুকে আমার এম.এ. আলমগীর নামে একটিমাত্র আইডি আছে। এছাড়া আর কোনো অ্যাকাউন্ট নেই। ফেসবুকে আমার কোনো অফিসিয়াল পেজও নেই । অথচ আমার নামে ভুয়া ফেসবুকে পেজ খুলে কারা যেন এসব প্রকাশ করে যাচ্ছে। অনেকে আমার নাম উল্লেখ করে তাদের স্ট্যাটাস, মন্তব্য আমার নামে চালিয়ে দিচ্ছেন। ২০১৬ সালের ১২ অক্টোবর একই পোস্ট দেয়া হয়েছিল। এমন ঘটনার পর আমি বেশ বিব্রত। ’
কে বা কারা তাকে বিব্রত পরিস্থিতিতে ফেলতে এমন পোস্ট দিতে পারে, সে প্রশ্নে আলমগীর বলেন, বিষয়টি আমার বোধগম্য নয়। কোন উদ্দেশ্যে আর কেন তারা আমার ক্ষতি করতে চাইছেন সেটাও বোধগম্য নয়। এতে তাদের লাভটা কি সেটাও বুঝে উঠতে পারছি না। তবে এমনটা হতে থাকলে আমাকে বাধ্য হয়ে আইনি ব্যবস্থা নিতে হবে।
সার্চ করে দেখা গেছে ফেসবুকে এই চিত্রনায়কের নামে নামে একাধিক আইডি ও পেজ রয়েছে। যার সবই ভুয়া।
তার নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ থেকে সচেতন থাকার জন্য ভক্ত-অনুরাগীদের প্রতি অনুরোধ জানিয়েছেন আলমগীর।
আকাশ নিউজ ডেস্ক 
























