আকাশ বিনোদন ডেস্ক :
ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ নেই ২৪ বছর। কিন্তু ভক্তদের কাছে তিনি এখনো স্বপ্নের নায়ক।
প্রিয় অভিনেতাকে স্মরণ করে জন্মদিন উদযাপন করেছে সালমান শাহ ভক্ত ঐক্যজোট।
সালমান শাহ’র ৪৯তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও বর্ণাঢ্য অনুষ্ঠানের। যেখান উপস্থিত ছিলেন মামুনুল ইসলাম, সালমান মিরাজ, সালমান সিজান, মিঠুন রাজ ও আরও দেড়শ’ সালমানভক্ত। এতে অংশ নেয় পথশিশুরাও।
অনুষ্ঠানে সালমান শাহ’কে উদ্দেশ্য করে ভক্তরা গানে গানে বলেন, ‘তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না’।
অনুষ্ঠানে ভক্তরা সালমান শাহ’র স্মৃতি সংরক্ষণে জোড় দেন এবং সালমান শাহ’র মৃত্যু নিয়ে পুনরায় তদন্তের দাবি জানান।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহ জন্মগ্রহণ করেন। মাত্র তিন বছরে ২৭টি সিনেমায় উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন কোটি ভক্তের ভালোবাসা।
১৯৯৬ সালে হুট করেই সালমান শাহ নামের নক্ষত্র নিভে যায়। তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নিজ ঘরে। শুরুতে বিষয়টি আত্মহত্যা বলা হয়। কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার মা নীলা চৌধুরী। বিষয়টি নিয়ে মামলা এখনো চলমান।
আকাশ নিউজ ডেস্ক 

























