ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

নাব্রির হ্যাটট্রিকে বায়ার্নের ৮ গোলের উৎসব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বায়ার্ন মিউনিখ গত মৌসুম শেষ করেছিল ট্রেবল (চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ) জিতে। এবার নতুন মৌসুমের শুরুতেও দেখা গেলো সেই দাপুটে বাভারিয়ানদের।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ২০২০/২১ মৌসুমে বুন্দেসলিগার প্রথম ম্যাচ খেলতে নেমেই শালকের জালে গোল উৎসব করেছে বায়ার্ন। সের্গে নাব্রির হ্যাটট্রিকে হ্যানসি ফ্লিকের শিষ্যরা রয়্যাল ব্লুজদের উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে।

গত মৌসুমেও আট গোলের জয় পেয়েছিল জার্মান জায়ান্টরা। ২০১৯/২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বায়ার্ন জিতেছিল ৮-২ গোলে। সেবার তারা ইউরোপ সেরার মুকুট পরেছিল অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে।

শালকের বিপক্ষে গোল উৎসবটা শুরু করেন নাব্রি। চতুর্থ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড। এরপর হ্যাটট্রিক করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৭ ও ৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করেন নাব্রি।

তার আগে দলের দ্বিতীয় গোল করেন লেয়ন গোরেটস্কা। এরপর ৩১তম পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন রবার্ট লেভানদভস্কি। গত মৌসুমে বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ৪৭ গোল করেছিলেন তিনি।

৬৯তম মিনিটে টমাস মুলারের গোলের দুই মিনিট পর বায়ার্নের জার্সিতে বুন্দেসলিগায় অভিষেক গোল করেন লেরয় সানে। চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটি ছেড়ে ৪৪.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় এসেছেন তিনি। ৮১তম মিনিটে বায়ার্নের শেষ গোলটি করেন বদলি তারকা মুসিয়ালা।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ২২ ম্যাচ অপরাজিত বাভারিয়ানরা। বায়ার্ন শেষ ম্যাচ হেরেছিল গত বছরের ৭ ডিসেম্বর, বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে। এরপর থেকে টানা ৩১ ম্যাচ অপরাজিত বায়ার্ন। যার মধ্যে ৩০ জয়ের পাশাপাশি আছে এক ড্র।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

নাব্রির হ্যাটট্রিকে বায়ার্নের ৮ গোলের উৎসব

আপডেট সময় ০৮:৩৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বায়ার্ন মিউনিখ গত মৌসুম শেষ করেছিল ট্রেবল (চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ) জিতে। এবার নতুন মৌসুমের শুরুতেও দেখা গেলো সেই দাপুটে বাভারিয়ানদের।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ২০২০/২১ মৌসুমে বুন্দেসলিগার প্রথম ম্যাচ খেলতে নেমেই শালকের জালে গোল উৎসব করেছে বায়ার্ন। সের্গে নাব্রির হ্যাটট্রিকে হ্যানসি ফ্লিকের শিষ্যরা রয়্যাল ব্লুজদের উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে।

গত মৌসুমেও আট গোলের জয় পেয়েছিল জার্মান জায়ান্টরা। ২০১৯/২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বায়ার্ন জিতেছিল ৮-২ গোলে। সেবার তারা ইউরোপ সেরার মুকুট পরেছিল অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে।

শালকের বিপক্ষে গোল উৎসবটা শুরু করেন নাব্রি। চতুর্থ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড। এরপর হ্যাটট্রিক করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৭ ও ৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করেন নাব্রি।

তার আগে দলের দ্বিতীয় গোল করেন লেয়ন গোরেটস্কা। এরপর ৩১তম পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন রবার্ট লেভানদভস্কি। গত মৌসুমে বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ৪৭ গোল করেছিলেন তিনি।

৬৯তম মিনিটে টমাস মুলারের গোলের দুই মিনিট পর বায়ার্নের জার্সিতে বুন্দেসলিগায় অভিষেক গোল করেন লেরয় সানে। চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটি ছেড়ে ৪৪.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় এসেছেন তিনি। ৮১তম মিনিটে বায়ার্নের শেষ গোলটি করেন বদলি তারকা মুসিয়ালা।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ২২ ম্যাচ অপরাজিত বাভারিয়ানরা। বায়ার্ন শেষ ম্যাচ হেরেছিল গত বছরের ৭ ডিসেম্বর, বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে। এরপর থেকে টানা ৩১ ম্যাচ অপরাজিত বায়ার্ন। যার মধ্যে ৩০ জয়ের পাশাপাশি আছে এক ড্র।