অাকাশ জাতীয় ডেস্ক:
জেলার লালপুর উপজেলার ভেল্লাবাড়ীয়া বাজারে আজ সোমবার ভোরে অগ্নিকান্ডে ১০টি দোকানসহ একটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে লালপুরের ভেল্লাবাড়ীয়ার মৃত কছিমুদ্দিনের ছেলে মহসিনের বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই বাড়ি পুড়ে গিয়ে তা পার্শ্ববর্তী বাজারের ১০ টি দোকানে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নাটোরের লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় ৩ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ১০ টি দোকান ও ওই বসতবাড়ির সকল মাল এবং নগদ অর্থ পুড়ে যায়।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. আকতার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪৫ লাখ টাকা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহিরসহ স্থানীয় দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 
























