ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিপ্যানেলের সার্টিফাইড পার্টনার হলো কোড ফর হোষ্ট ইনকর্পোরেটেড

আকাশ আইসিটি ডেস্ক : 

বাংলাদেশি ব্যবহারকারীদের ওয়েব-হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান কোড ফর হোস্ট ইনকর্পোরেটেড লিমিটেড সম্প্রতি সি-প্যানেল ইউনিভার্সিটির সার্টিফাইড পার্টনার হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। ২০১৯ সাল থেকে সিপ্যানেল ইউনিভার্সিটি ওয়েব-হোস্টিং সার্ভারের উপর ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দক্ষতা যাচাই, সার্ভারে উদ্ভূত সমস্যা সমাধানের সক্ষমতা যাচাইসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রোফাইলে সিপ্যানেল সার্টিফিকেশন ও ব্যাজ দিয়ে আসছে।

সিপ্যানেল সার্টিফাইড পার্টনার প্রোগ্রামের আওতায় মূলত প্রতিষ্ঠান থেকে সেবা নেয়া ব্যবহারকারীদের মধ্যে হোস্টিং সেবার মানের গ্রহণযোগ্যতা অনুসারে সার্টিফিকেশন ও ব্যাজের দিয়ে থাকে। বাংলাদেশি ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান কোড ফর হোস্ট ইনকর্পোরেটেড লিমিটেড ২০১১ থেকে ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, ডিজিটাল মার্কেটিং এবং বাল্ক এসএমএস সেবা প্রদান করে আসছে। পার্টনার প্রোগ্রাম শুরু হবার পর বিশ্বের বিভিন্ন দেশের ওয়েব-হোস্টিং সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো পার্টনার হবার জন্য আবেদন করে। সি-প্যানেলের সার্টিফাইড পার্টনার প্রোগ্রামের সব শর্ত পূরণ করায় বাংলাদেশি সার্টিফাইড পার্টনার হিসেবে কোড ফর হোস্টকে এ স্বীকৃতি দেয় প্রতিষ্ঠানটি।

কোড ফর হোস্টের পরিচালক মোস্তফা কামাল বলেন, গ্রাহকদের মানসম্মত সেবা প্রদান এবং ওয়েব-হোস্টিং সেক্টরে দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে কোড ফর হোস্ট। আমাদের দেশও এই সেক্টরে অনেকটাই এগিয়ে গিয়েছে। সিপ্যানেলের সার্টিফাইড পার্টনার হিসেবে হওয়ার এ স্বীকৃতি আমাদের সক্ষমতাই প্রমাণ করে।

তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করতে এবং তাদের এ সংক্রান্ত যেকোন সমস্যার সমাধানে কোড ফর হোস্ট ইনকর্পোরেশন লিমিটেড বদ্ধ পরিকর।

কোড ফর হোস্ট ইনকর্পোরেশন লিমিটেড এরই মধ্যে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মেম্বারশিপসহ লাইটস্পিড, ক্লাউডলিনাক্স, ডাইরেক্টএডমিন এবং সফটাকুলাসের মতো আইটি প্রতিষ্ঠানের এনওসি পার্টনার হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। উল্লেখ্য, বাংলাদেশের মাত্র চারটি কোম্পানি সিপ্যানেলের সার্টিফাইড পার্টনার প্রোগ্রামের স্বীকৃতি পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিপ্যানেলের সার্টিফাইড পার্টনার হলো কোড ফর হোষ্ট ইনকর্পোরেটেড

আপডেট সময় ০৯:২৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০

আকাশ আইসিটি ডেস্ক : 

বাংলাদেশি ব্যবহারকারীদের ওয়েব-হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান কোড ফর হোস্ট ইনকর্পোরেটেড লিমিটেড সম্প্রতি সি-প্যানেল ইউনিভার্সিটির সার্টিফাইড পার্টনার হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। ২০১৯ সাল থেকে সিপ্যানেল ইউনিভার্সিটি ওয়েব-হোস্টিং সার্ভারের উপর ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দক্ষতা যাচাই, সার্ভারে উদ্ভূত সমস্যা সমাধানের সক্ষমতা যাচাইসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রোফাইলে সিপ্যানেল সার্টিফিকেশন ও ব্যাজ দিয়ে আসছে।

সিপ্যানেল সার্টিফাইড পার্টনার প্রোগ্রামের আওতায় মূলত প্রতিষ্ঠান থেকে সেবা নেয়া ব্যবহারকারীদের মধ্যে হোস্টিং সেবার মানের গ্রহণযোগ্যতা অনুসারে সার্টিফিকেশন ও ব্যাজের দিয়ে থাকে। বাংলাদেশি ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান কোড ফর হোস্ট ইনকর্পোরেটেড লিমিটেড ২০১১ থেকে ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, ডিজিটাল মার্কেটিং এবং বাল্ক এসএমএস সেবা প্রদান করে আসছে। পার্টনার প্রোগ্রাম শুরু হবার পর বিশ্বের বিভিন্ন দেশের ওয়েব-হোস্টিং সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো পার্টনার হবার জন্য আবেদন করে। সি-প্যানেলের সার্টিফাইড পার্টনার প্রোগ্রামের সব শর্ত পূরণ করায় বাংলাদেশি সার্টিফাইড পার্টনার হিসেবে কোড ফর হোস্টকে এ স্বীকৃতি দেয় প্রতিষ্ঠানটি।

কোড ফর হোস্টের পরিচালক মোস্তফা কামাল বলেন, গ্রাহকদের মানসম্মত সেবা প্রদান এবং ওয়েব-হোস্টিং সেক্টরে দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে কোড ফর হোস্ট। আমাদের দেশও এই সেক্টরে অনেকটাই এগিয়ে গিয়েছে। সিপ্যানেলের সার্টিফাইড পার্টনার হিসেবে হওয়ার এ স্বীকৃতি আমাদের সক্ষমতাই প্রমাণ করে।

তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করতে এবং তাদের এ সংক্রান্ত যেকোন সমস্যার সমাধানে কোড ফর হোস্ট ইনকর্পোরেশন লিমিটেড বদ্ধ পরিকর।

কোড ফর হোস্ট ইনকর্পোরেশন লিমিটেড এরই মধ্যে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মেম্বারশিপসহ লাইটস্পিড, ক্লাউডলিনাক্স, ডাইরেক্টএডমিন এবং সফটাকুলাসের মতো আইটি প্রতিষ্ঠানের এনওসি পার্টনার হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। উল্লেখ্য, বাংলাদেশের মাত্র চারটি কোম্পানি সিপ্যানেলের সার্টিফাইড পার্টনার প্রোগ্রামের স্বীকৃতি পেয়েছে।