আকাশ স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নির্দিষ্ট একটি ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল। টাইগার ওয়ানডে অধিনায়ক ও দেশ সেরা ওপেনার ছাড়াও তালিকার শীর্ষ পাঁচে আছেন আরও দুই বাংলাদেশি- সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ রেকর্ডটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছে।
তালিকার শীর্ষে থাকা তামিম ইকবাল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচ খেলে ২৬১৯ রান করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে আছেন সনাথ জয়াসুরিয়া। সাবেক লঙ্কান অধিনায়ক ও বিধ্বংসী ওপেনার প্রেমাদাসা স্টেডিয়ামে ৭০ ম্যাচ খেলে করেছেন ২৫১৪ রান।
ওয়ানডে ক্রিকেটে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের তালিকায় তিনে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাবেক টাইগার দলপতি মিরপুর হোম অব ক্রিকেটে ৭৬ ম্যাচে করেছেন ২৪৭২ রান।
তালিকার চারে আছেন ইনজামাম-উল-হক। সাবেক পাকিস্তানি অধিনায়ক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫৯ ম্যাচ খেলে করেছেন ২৪৬৪ রান। আর পঞ্চম স্থানে থাকা অভিজ্ঞ টাইগার ব্যাটসম্যান মুশফিকও শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৮১ ম্যাচ খেলে করেছেন ২৩৫১ রান।
আকাশ নিউজ ডেস্ক 

























