ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুরোনো রূপে ফিরল হোয়াটসঅ্যাপ

আকাশ আইসিটি ডেস্ক :  

সপ্তাহখানেক আগে হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনের চ্যাট শেয়ার শিটে যুক্ত হয়েছিল ফেসবুক ম্যাসেঞ্জার রুম শর্টকাট। তবে নতুন ফিচার যুক্ত করার পর হোয়াটসঅ্যাপের ক্যামেরা শর্টকাট সরিয়ে দেওয়া হয়েছিল। এই পরিবর্তনে একাংশ ইউজারই বেশ বিরক্ত হয়েছিলেন। তবে এবার ইউজারদের সন্তুষ্টির জন্য সমাধান নিয়ে এসেছে ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপটি। লেটেস্ট অ্যানড্রয়েড বেটা আপডেটে, চ্যাট শেয়ার শিটে ফিরে এসেছে পুরনো ক্যামেরা শর্টকাট। ফলে ইউজাররা আগের মতই নিজেদের ফটো গ্যালারি অ্যাক্সেস করতে পারবেন।

ওয়াবেটা ইনফো জানিয়েছে, লেটেস্ট ‘v2.20.198.9’ আপডেটে বিটা ইউজাররা ক্যামেরা শর্টকাটটি তো ফিরে পাবেনই, পাশাপাশি কিছু রিফ্রেশ আইকন দেখতে পাবেন। আসলে পুরনো আইকনগুলোকে সামান্য রিডিজাইন করেছে হোয়াটসঅ্যাপ। এই আপডেটটি গুগল প্লে স্টোর থেকে পর্যায়ক্রমে রোল আউট করা হবে।

ক্যামেরা শর্টকাটের জন্য ফেসবুক ম্যাসেঞ্জার রুমের শর্টকাট সরিয়ে দেয়নি হোয়াটসঅ্যাপ। এটি আগের মত ডকুমেন্ট, গ্যালারি, অডিও, লোকেশন, কন্ট্যাক্ট এবং ক্যামেরা শর্টকাটের পাশাপাশি থাকবে। স্বাভাবিকভাবেই, ক্যামেরা শর্টকাট ফিরে আসার পর হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার শিটের আকার অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে, এটি দেখতে কিছুটা বেখাপ্পা লাগতে পারে।

প্রসঙ্গত, এই আপডেটে কয়েকটি সমস্যার এখনও সমাধান করা হয়নি। যেমন ইউজাররা গ্রুপ চ্যাটে রিড রিসিপ্ট অপশন নিয়ে অভিযোগ করেছিলেন। তবে নতুন আপডেটে এর কোনো সুরাহা করা হয়নি। মনে করা হচ্ছে, খুব শিগগিরই আরো একটি আপডেট এনে যাবতীয় সমস্যার সমাধান নিয়ে আসবে প্রতিষ্ঠানটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরোনো রূপে ফিরল হোয়াটসঅ্যাপ

আপডেট সময় ০৮:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০

আকাশ আইসিটি ডেস্ক :  

সপ্তাহখানেক আগে হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনের চ্যাট শেয়ার শিটে যুক্ত হয়েছিল ফেসবুক ম্যাসেঞ্জার রুম শর্টকাট। তবে নতুন ফিচার যুক্ত করার পর হোয়াটসঅ্যাপের ক্যামেরা শর্টকাট সরিয়ে দেওয়া হয়েছিল। এই পরিবর্তনে একাংশ ইউজারই বেশ বিরক্ত হয়েছিলেন। তবে এবার ইউজারদের সন্তুষ্টির জন্য সমাধান নিয়ে এসেছে ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপটি। লেটেস্ট অ্যানড্রয়েড বেটা আপডেটে, চ্যাট শেয়ার শিটে ফিরে এসেছে পুরনো ক্যামেরা শর্টকাট। ফলে ইউজাররা আগের মতই নিজেদের ফটো গ্যালারি অ্যাক্সেস করতে পারবেন।

ওয়াবেটা ইনফো জানিয়েছে, লেটেস্ট ‘v2.20.198.9’ আপডেটে বিটা ইউজাররা ক্যামেরা শর্টকাটটি তো ফিরে পাবেনই, পাশাপাশি কিছু রিফ্রেশ আইকন দেখতে পাবেন। আসলে পুরনো আইকনগুলোকে সামান্য রিডিজাইন করেছে হোয়াটসঅ্যাপ। এই আপডেটটি গুগল প্লে স্টোর থেকে পর্যায়ক্রমে রোল আউট করা হবে।

ক্যামেরা শর্টকাটের জন্য ফেসবুক ম্যাসেঞ্জার রুমের শর্টকাট সরিয়ে দেয়নি হোয়াটসঅ্যাপ। এটি আগের মত ডকুমেন্ট, গ্যালারি, অডিও, লোকেশন, কন্ট্যাক্ট এবং ক্যামেরা শর্টকাটের পাশাপাশি থাকবে। স্বাভাবিকভাবেই, ক্যামেরা শর্টকাট ফিরে আসার পর হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার শিটের আকার অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে, এটি দেখতে কিছুটা বেখাপ্পা লাগতে পারে।

প্রসঙ্গত, এই আপডেটে কয়েকটি সমস্যার এখনও সমাধান করা হয়নি। যেমন ইউজাররা গ্রুপ চ্যাটে রিড রিসিপ্ট অপশন নিয়ে অভিযোগ করেছিলেন। তবে নতুন আপডেটে এর কোনো সুরাহা করা হয়নি। মনে করা হচ্ছে, খুব শিগগিরই আরো একটি আপডেট এনে যাবতীয় সমস্যার সমাধান নিয়ে আসবে প্রতিষ্ঠানটি।