আকাশ নিউজ ডেস্ক:
নিয়ে আসলে একটা না, অনেক উপকথাই শোনা যায়। এর মধ্যে একটি হচ্ছে, একদিন ফুলের দেবী ক্লোরিস বাগানে হাঁটতে বের হয়েছিলেন।
তখন তিনি সেখানে একটি পরীর মৃতদেহ দেখতে পান। তাকে একটি ফুলে রূপান্তর করেন। এরপর দেবতা তিনি অমৃতের দেবতা ডাইনোসাস এবং ভালোবাসা ও সৌন্দর্যের দেবী আফ্রোদিতিকে ডাকেন। আফ্রোদিতি তখন ফুলটিকে উপহার হিসেবে তার সৌন্দর্য দেন।
দেবতা ডাইনোসাস উপহার হিসেবে ফুলটিতে কিছু অমৃত যোগ করে দেন যা বাতাসে সুগন্ধ ছড়ায়। তারপর বাতাসের দেবতা জেফিরাস বাতাস দিয়ে ফুলটির ওপর থেকে মেঘের ছায়া সরিয়ে দেন। এসময় স্বর্গ থেকে সূর্যদেবতা অ্যাপোলো ফুলটিকে একছটা সূর্যকিরণ দেন ফুলটি ফোটার জন্য।
এভাবেই বিভিন্ন দেবতার উপহারে পৃথিবীর বুকে প্রথম গোলাপ ফুলের জন্ম হয় আর তা ফুলের রানী হিসেবে সব ফুলের মাঝে জায়গা করে নেয়।
আকাশ নিউজ ডেস্ক 
























