অাকাশ জাতীয় ডেস্ক:
সম্প্রতী মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে এক কর্মকর্তাকে হাটু গেড়ে ক্ষমা চাওয়ার ঘটনা ঘটেছে। যা একজন সাংবাদিকের মোবাইল ফোনে উঠে এসেছে। গত ২৮ আগস্ট ঘটে যাওয়া ওই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে ওই কর্মকর্তা হাটু গেড়ে ক্ষমা চাইছেন। তবে প্রকৃত ঘটনা কি তা ছবি দেখে বোঝা যায়নি।
জানা গেছে, হাঁটু গেড়ে বসে থাকা ওই ব্যাংক কর্মকর্তা সাড়ে ৪ বছর ধরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় (ক্যাশ) চাকরি করছিলেন। তবে ১০ লাখ টাকার একটি লেনদেনকে কেন্দ্র করে গত ২৮ আগস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরি ফিরে পেতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে করজোড়ে ক্ষমা চান।
আকাশ নিউজ ডেস্ক 

























