আকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা উপসর্গ নিয়ে এক শিশু ও দুই নারীসহ চার জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জন মারা গেছেন।
তারা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার দ্বিতীয় মুরাদপুরের জাকিরের মেয়ে আইরিন (৮), কুমিল্লা কোটবাড়ি এলাকার হাজী আবদুল মালেকের মেয়ে আয়শান বিবি (৬০), কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে সেলিম হোসাইন (৫৩) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আমিনুল্লাহর মেয়ে নূরজাহান (৬৫)।
আকাশ নিউজ ডেস্ক 
























