অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কানাইলাল সরকারকে (৫০) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ফরিদপুর সদর উপজেলার মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, নির্যাতনের শিকার কিশোরী সকালে স্কুলে যাওয়ার পথে একই এলাকার কানাইলাল সরকার তার রাইস মিলে ডেকে নেয় তাকে। একপর্যায়ে রাইস মিলের ভেতরে আটকিয়ে কিশোরীকে ধর্ষণ করে। এসময় বাজারের লোকজন বিষয়টি বুঝতে পেরে রাইস মিলের দরজা ভেঙে ভেতর থেকে কিশোরীকে উদ্ধার করে।
এ ঘটনায় বাজারের কয়েকশ’ ব্যবসায়ী ও জনতা বিক্ষুব্ধ হয়ে কানাইলাল সরকারকে বেদম মারপিট করে। পরে তাকে রাইস মিলের মধ্যে আটকে রেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে রাইস মিলের মালিক কানাইলাল সরকারকে আটক করে থানায় নিয়ে আসে।
ছাত্রীটির বাবা অভিযোগ করে বলেন, স্কুলে যাওয়ার পথে বিভিন্ন সময় তার মেয়েকে কানাইলাল নানাভাবে উত্ত্যক্ত করত। এ জন্য তিনি এলাকা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার কথা ভাবছিলেন। তিনি আরও জানান, কানাইলালের বিরুদ্ধে মেয়েদের উত্ত্যক্ত করার আরও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কোতয়ালী থানার এসআই মিরাজ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে কানাইলাল সরকারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























