আকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনকালে খসরু মিয়া (৩৩) নামে এক কারারক্ষীর মৃত্যুর হয়েছে।
সোমবার (২২ জুন) ভোরে তার কারারক্ষীর মৃত্যু হয়।
খসরু মিয়া কিশোরগঞ্জের লুতফর রহমানের ছেলে। তিনি ২০০৬ সালের ৩০ অক্টোবর যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কারাগারে দায়িত্ব পালনকালে তিনি মারা যান। তার মরদেহ ধর্মীয় বিধি মোতাবেক জানাজা শেষে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। তিনি করোনা নেগেটিভ ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























