আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশে দিন যাচ্ছে আর ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনাভাইরাস। হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এবার করোনায় আক্রান্ত হলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার এই খবর প্রকাশ হওয়ার খবর প্রকাশ হওয়ার পরই স্তম্ভিত ক্রীড়াপ্রেমীরা। সবাই দোয়া করছেন মাশরাফি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আশা প্রকাশ করছেন, দ্রুতই করোনা জয় করে মাশরাফি ফিরে আসবেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘মহান রাব্বুল আল-আমিন আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা, সুস্থ হয়ে ফিরে আসো আমাদের সকলের প্রিয় মাশরাফি। দোয়া করি আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে সবসময় ভাল রাখুন, আমিন।’
শুধু মাশরাফি বিন মর্তুজা নন, করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিনার নাজমুল ইসলাম অপু। আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। এছাড়া নাফিস ইকবালের মা, স্ত্রী এবং সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন।
তবে, এখন পর্যন্ত করো অবস্থায় আশঙ্কাজনক নয়। সবাই মোটামুটি ভালো আছেন। তারা সবাই নিজ বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























