আকাশ জাতীয় ডেস্ক:
প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করতে বিদ্যুতের টাওয়ারের প্রায় ৭০ ফুট উপরে উঠে অবস্থান নিয়েছিল এক প্রেমিক। পরে প্রেমিকার সঙ্গে বিয়ে দেওয়াসহ নানা ধরনের শর্তে প্রায় আড়াই ঘণ্টা পর ওই প্রেমিক পুরুষকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও পুলিশ।
এমন ঘটনা চলচিত্রে সচরাচর ঘটে থাকলেও বাস্তবে খুব কমই শোনা যায়। হয়তো সিনেমা দেখেই এমন ভাবনা এসেছিল এই প্রেমিক পুরুষের। তবে রোমাঞ্চকর মনে হলেও সিনেমার এসব ঘটনা বাস্তব জীবনে যে নেতিবাচক প্রভাব বিস্তার করে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ঘটে যাওয়া এ ঘটনাটি তারই একটি উদাহরণ।
শনিবার (২০ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডস্থ সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রেমিক বিপ্লবের এমন কাণ্ড দেখে আশেপাশে হাজারও মানুষ জড়ো হয়। প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করতে সক্ষম হলে আশেপাশে অবস্থান নেওয়া জনগণ উল্লসিত হয়ে করতালি দিয়ে কিছু সময় উদযাপন করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েক হাজার ভোল্টের বিদ্যুতের কেবল পরিবাহী ওই টাওয়ারের অনেক উঁচুতে উঠে অবস্থান নেন নারায়ণগঞ্জ সিটির ৬ নম্বর ওয়ার্ডস্থ আদমজী বিহারী ক্যাম্পের বাসিন্দা বিপ্লব নামে এক যুবক।
পাশেই দড়ি বেঁধে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তিনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ ও পরিবারের সদস্যদের অনেক অনুরোধেও নিচে নামতে রাজি হচ্ছিলেন না বিপ্লব।
অনেক চেষ্টার পর শর্ত মানায় প্রায় দুই ঘণ্টা পর বিহারী ক্যাম্পের গুলু মেম্বারের কথায় বিপ্লব কিছুটা নিচে নেমে এলে আশেপাশের লোকজন চিৎকার শুরু করে। তখন ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের এগিয়ে যেতে দেখে বিপ্লব ফের ওপরের দিকে উঠতে থাকেন।
এর কিছুক্ষণ পর তার ভাইয়ের মাধ্যমে ফায়ার সার্ভিসের হ্যান্ড মাইকে কথা বলতে পুনরায় কিছুটা নিচে নেমে এলে অপর প্রান্ত দিয়ে স্থানীয় দুইজন ওপরে উঠে তাকে ধরে ফেলে। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তার ওপরে উঠে তাকে অক্ষত নিচে নামিয়ে আনতে সক্ষম হন।
বিপ্লবের বাবার সঙ্গে কথা হলে তিনি জানান, বেশ কয়েকদিন ধরে একই ক্যাম্পের এক মেয়েকে বিয়ে করতে পরিবারের অনুমতি চান বিপ্লব। কিন্তু এতে সম্মতি না দেওয়ায় তিনি এ ঘটনার জন্ম দিয়েছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, খবর পেয়ে আমরাসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় ৬০-৭০ ফুট উপরে উঠে ওই যুবকটি অবস্থান নিয়েছে। পরে অনেক অনুরোধে তাকে নিচে নামিয়ে আনা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























