ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘আপনি চ্যাম্পিয়ন, কোটি মানুষ আপনার জন্য দোয়া করছে’

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই পেসারের করোনামুক্তির জন্য তার সতীর্থরা সবার কাছে দোয়া চেয়েছেন।

‘পঞ্চপাণ্ডব’ খ্যাত সিনিয়র ক্রিকেটারদের একজন মুশফিকুর রহিম এবার মাশরাফির সুস্থতা কামনা করে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছন। শনিবার (জুন ২০) মুশফিক তার স্ট্যাটাসে আশা প্রকাশ করেন খুব দ্রুতই মাশরাফি সুস্থ হয়ে উঠবেন।

মুশফিক লিখেছেন, ‘আপনি সবসময় একজন চ্যাম্পিয়ন এবং ইনশাল্লাহ আপনি কঠিন সময় কাটিয়ে উঠবেন। কোটি কোটি মানুষ আপনার জন্য দোয়া করছে। আপনাকে দেশের প্রয়োজন।’

ফলাফল পজিটিভ এলেও আপাতত জ্বর ও গা ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা নেই মাশরাফির। বর্তমানে নিজের বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।

এদিকে শনিবার আরও আরও দুই ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান নাফিস ইকবালের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায় সকালেই। এরপর সন্ধ্যায় জানা যায়, জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল হাসান অপুও করোনা পজিটিভ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আপনি চ্যাম্পিয়ন, কোটি মানুষ আপনার জন্য দোয়া করছে’

আপডেট সময় ০৯:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই পেসারের করোনামুক্তির জন্য তার সতীর্থরা সবার কাছে দোয়া চেয়েছেন।

‘পঞ্চপাণ্ডব’ খ্যাত সিনিয়র ক্রিকেটারদের একজন মুশফিকুর রহিম এবার মাশরাফির সুস্থতা কামনা করে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছন। শনিবার (জুন ২০) মুশফিক তার স্ট্যাটাসে আশা প্রকাশ করেন খুব দ্রুতই মাশরাফি সুস্থ হয়ে উঠবেন।

মুশফিক লিখেছেন, ‘আপনি সবসময় একজন চ্যাম্পিয়ন এবং ইনশাল্লাহ আপনি কঠিন সময় কাটিয়ে উঠবেন। কোটি কোটি মানুষ আপনার জন্য দোয়া করছে। আপনাকে দেশের প্রয়োজন।’

ফলাফল পজিটিভ এলেও আপাতত জ্বর ও গা ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা নেই মাশরাফির। বর্তমানে নিজের বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।

এদিকে শনিবার আরও আরও দুই ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান নাফিস ইকবালের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায় সকালেই। এরপর সন্ধ্যায় জানা যায়, জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল হাসান অপুও করোনা পজিটিভ।