আকাশ স্পোর্টস ডেস্ক:
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিতে পারেনি আইসিসি। তার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিলো, এবার স্যার ডনের দেশে বিশ্বকাপ আয়োজন করা এক প্রকার অসম্ভব।
যদিও টি২০ বিশ্বকাপ নিয়ে আগামী মাসে আইসিসির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর্ন্তজাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থার সেই বৈঠকের আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার মন্তব্য কিন্তু তাৎপর্যপূর্ণ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস বলেছেন, ‘এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়নি বা স্থগিত করা হয়নি ঠিকই। কিন্তু ১৬টি দেশকে নিয়ে অস্ট্রেলিয়ায় এবছর টি-২০ বিশ্বকাপ করা অবাস্তব বলেই মনে হচ্ছে।’
এদিকে মঙ্গলবারই ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন কেভিন রবার্টস। করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে তিনি যেভাবে বোর্ডকে নেতৃত্ব দিয়েছেন, তা অনেকেরই পছন্দ হয়নি। তাঁর নেতৃত্বেই অর্থ সঙ্কটে পড়তে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। সেজন্যই তাঁকে সরে যেতে হল। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস জানিয়েছেন, রবার্টসের জায়গায় অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব নেবেন নিক হকলি
করোনার থাবা থেকে এখনও মুক্তি পায়নি বিশ্বের অনেক দেশই। এরকম পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ করা যে রীতিমতো কঠিন ব্যাপার তা মেনেও নিচ্ছেন অনেকেই। কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করছে আইসিসি
আকাশ নিউজ ডেস্ক 

























