অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা গোমতী সেতু থেকে হাসানপুর পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রোববার রাত ১২ টা থেকে সৃষ্টি হওয়া এ যানজট সোমবার সকাল ৯টা পর্যন্ত ছিল।
দাউদকান্দি হাইওয়ে ওসি আবুল কালাম আজাদ জানান, রাত থেকে অতিরিক্ত গাড়ির চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে। গাড়ি ধীরে ধীরে চলছে। সকালে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। স্থানীয়রা জানায়, এই সড়কে গত কয়েক দিন ধরেই তীব্র যানজট চলছে।
আকাশ নিউজ ডেস্ক 






















