অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গে গরু পরিবহন করে নিয়ে যাওয়ার অপরাধে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার বারুহুলিয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের দুইজনের বয়সই ১৯ বছর এবং তারা মুসলিম বলে জানা গেছে।
তাদের একজনের বাড়ি কুচবিহার জেলায় এবং একজন আসামের ধুবরি জেলার বাসিন্দা। তৃতীয়জন পালিয়ে বেঁচে গেছে। সে ধুপগুরি থানায় গিয়ে এই ঘটনার কথা জানায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে একটি ছোট ট্রাকে গরু নিয়ে যাচ্ছিল তারা। গ্রামবাসী ওই সময় পাহারায় ছিল। সম্প্রতি গ্রামটিতে গরু চুরির ঘটনা ঘটায় এই পাহারা বসানো হয়। তাদের গরু চোর হিসেবে সন্দেহ করে গ্রামবাসী। এরপর গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























