ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

স্বামীকে কৌশলে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণ, এলাকা ছাড়ার হুমকি

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে কৌশলে স্বামীকে বাইরে ডেকে নিয়ে স্ত্রীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের পর ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীদের এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিয়েছে ওই ধর্ষক। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই দম্পতি।

মঙ্গলবার রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের তেলিগ্রাম এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে।

সরেজমিন গেলে ভুক্তভোগীরা জানান, স্থানীয় এমএ বাশার নামে এক বখাটে যুবক ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই বখাটের প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি পরিবারের মধ্যে ফাঁস করে দিলে রোববার রাতে এ নিয়ে স্থানীয়ভাবে বিচার-সালিশ হয়। এতে চরম ক্ষুব্ধ হয় ওই বখাটে। সে এর পাল্টা জবাব দেবে বলেও ওই পরিবারকে হুমকি দেয়।

ঘটনার মাত্র দু’দিন পরই মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ওই বখাটে তার সহযোগীদের সহায়তায় ওই গৃহবধূর স্বামীকে কৌশলে ডেকে বাইরে নেয়। এরপর তাকে আটকে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করে ওই বখাটে।

ধর্ষণ শেষে ধর্ষিতা ওই গৃহবধূ ও তার স্বামীকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ধর্ষক ও তার সহযোগীরা।

ধর্ষিতা ওই গৃহবধূ ও তার স্বামী জানান, সব হারালাম। এরপরও জীবনের নিরাপত্তা নেই। থানায় অভিযোগ না করতে এবং এলাকা থেকে চলে যেতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ওই ধর্ষক। এখন যে কি করি তাই ভেবে স্থির করতে পারছি না।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, ধর্ষণের ঘটনায় কেউ এখনও পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কী কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

স্বামীকে কৌশলে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণ, এলাকা ছাড়ার হুমকি

আপডেট সময় ১০:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে কৌশলে স্বামীকে বাইরে ডেকে নিয়ে স্ত্রীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের পর ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীদের এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিয়েছে ওই ধর্ষক। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই দম্পতি।

মঙ্গলবার রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের তেলিগ্রাম এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে।

সরেজমিন গেলে ভুক্তভোগীরা জানান, স্থানীয় এমএ বাশার নামে এক বখাটে যুবক ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই বখাটের প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি পরিবারের মধ্যে ফাঁস করে দিলে রোববার রাতে এ নিয়ে স্থানীয়ভাবে বিচার-সালিশ হয়। এতে চরম ক্ষুব্ধ হয় ওই বখাটে। সে এর পাল্টা জবাব দেবে বলেও ওই পরিবারকে হুমকি দেয়।

ঘটনার মাত্র দু’দিন পরই মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ওই বখাটে তার সহযোগীদের সহায়তায় ওই গৃহবধূর স্বামীকে কৌশলে ডেকে বাইরে নেয়। এরপর তাকে আটকে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করে ওই বখাটে।

ধর্ষণ শেষে ধর্ষিতা ওই গৃহবধূ ও তার স্বামীকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ধর্ষক ও তার সহযোগীরা।

ধর্ষিতা ওই গৃহবধূ ও তার স্বামী জানান, সব হারালাম। এরপরও জীবনের নিরাপত্তা নেই। থানায় অভিযোগ না করতে এবং এলাকা থেকে চলে যেতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ওই ধর্ষক। এখন যে কি করি তাই ভেবে স্থির করতে পারছি না।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, ধর্ষণের ঘটনায় কেউ এখনও পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।