আকাশ আইসিটি ডেস্ক:
ফেসবুকের মাধ্যমে সংগ্রহিত ১৯শ’ পিস কম্বল বিতরণ করা হয়েছে সিরাজগঞ্জের যমুনাবিধৌত এনায়েতপুরের দ্বাদশপট্টি মোড়ে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এসব কম্বল বিতরণ করা হয়।
এর আগে সকাল ৭টায় শীতার্থ মানুষের ভিড় করে দ্বাদশপট্টি মোড়ে। পরে প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, অসহায়-হতদরিদ্র বঞ্চিত মানুষের ভিড়টা দীর্ঘ সারিতে পরিণত হয়।
ঠিক পৌনে ৮টার দিকে কম্বল বিতরণ শুরু। কম্বল পেয়ে স্মিত হাসি অসহায়দের মুখে, দোয়া করছেন আয়োজকদের জন্য।
এটা কোনো রাজনৈতিক নেতা কিংবা জনপ্রতিনিধির কম্বল বিতরণ না। প্রতি বছরের মতো এবারও ফেসবুকের মাধ্যমে সংগৃহীত অর্থে কেনা কম্বল বিতরণ করছেন সমাজকর্মী মামুন বিশ্বাসের নেতৃত্বে একদল যুবক।
এ সময় এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুদ পারভেজ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, যুগান্তর প্রতিনিধি রফিক মোল্লা ও এনায়েতপুর চৌহালী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুক্তার হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























