ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

থাইরয়েডের সমস্যায় যেসব খাবার খাবেন

আকাশ নিউজ ডেস্ক:

থাইরয়েডের সমস্যায় ভোগেন নারী পুরুষ উভয়েই। তবে নারীদের এই সমস্যা বেশি হয়। জিংক, আয়রন কপার, আয়োডিন জাতীয় খাদ্য তালিকায় রাখলে থাইরয়েডের সমস্যা থেকে বাঁচা যায় অনেকটা।

ব্রাউন রাইস বা লাল চালের ভাতঃ ব্রাউন রাইসে থাকে কার্বোহাইড্রেট। যা থাইরয়েডের সমস্যায় মোকাবিলা ও হজমে সমস্যা করে। তবে বিশেষজ্ঞদের মতে ব্রাউন রাইস যদি খান তবে তা থাইরয়েডের ওষুধ খাওয়ার ১ ঘণ্টা আগে।

নারিকেল বা নারিকেলের দুধঃ নারিকেল বা নারিকেলের দুধ অনেক দিন আগে থেকেই থাইরয়েডের জন্য খুবই কার্যকরী উপাদান। এটি সঠিক মাত্রায় হরমোন তৈরি করে। ফলে শরীরে থাইরয়েডের ব্যালেন্স ঠিক থাকে।

দইঃ দইয়ে থাকা ভিটামিন ডি থাইরয়েডের বাড়া কমাকে নিয়ন্ত্রন করে। ভিটামিন ডি’র অভাব হলে শরীরে অন্য সমস্যার পাশাপাশি থাইরয়েডের সমস্যাও বেড়ে যায়। তাই যাদের থাইরয়েড আছে তারা প্রতিদিন ৫০ গ্রাম মত টকদই খেতে পারেন।

ডিমঃ ডিমে থাকা নানা পুষ্টিকর উপাদান থাইরয়েডের সমস্যার সাথে মোকাবিলা করতে পারে। তবে সেদ্ধ ডিম খেতে হবে, ভাজা নয়।

মাছঃ যেকোনো ছোট মাছ খাওয়া উচিত থাইরয়েডের রোগীদের। তবে বিশেষ করে স্যামন মাছ বেশি কার্যকরী। আর বাজারে পাওয়া না গেলে চারাপোনা মাছ খেতে পারেন।

অন্যান্য খাবারঃ থাইরয়েড হলে শরীরে প্রয়োজন সঠিক মাত্রায় কপার ও আয়োডিন। তাই সবুজ শাক-সবজি, আঁশযুক্ত মাছ, কাজুবাদাম, ক্যাপসিকাম, মেথি শাক ইত্যাদি বেশি খান। তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সব সময়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের সমস্যায় যেসব খাবার খাবেন

আপডেট সময় ১১:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮

আকাশ নিউজ ডেস্ক:

থাইরয়েডের সমস্যায় ভোগেন নারী পুরুষ উভয়েই। তবে নারীদের এই সমস্যা বেশি হয়। জিংক, আয়রন কপার, আয়োডিন জাতীয় খাদ্য তালিকায় রাখলে থাইরয়েডের সমস্যা থেকে বাঁচা যায় অনেকটা।

ব্রাউন রাইস বা লাল চালের ভাতঃ ব্রাউন রাইসে থাকে কার্বোহাইড্রেট। যা থাইরয়েডের সমস্যায় মোকাবিলা ও হজমে সমস্যা করে। তবে বিশেষজ্ঞদের মতে ব্রাউন রাইস যদি খান তবে তা থাইরয়েডের ওষুধ খাওয়ার ১ ঘণ্টা আগে।

নারিকেল বা নারিকেলের দুধঃ নারিকেল বা নারিকেলের দুধ অনেক দিন আগে থেকেই থাইরয়েডের জন্য খুবই কার্যকরী উপাদান। এটি সঠিক মাত্রায় হরমোন তৈরি করে। ফলে শরীরে থাইরয়েডের ব্যালেন্স ঠিক থাকে।

দইঃ দইয়ে থাকা ভিটামিন ডি থাইরয়েডের বাড়া কমাকে নিয়ন্ত্রন করে। ভিটামিন ডি’র অভাব হলে শরীরে অন্য সমস্যার পাশাপাশি থাইরয়েডের সমস্যাও বেড়ে যায়। তাই যাদের থাইরয়েড আছে তারা প্রতিদিন ৫০ গ্রাম মত টকদই খেতে পারেন।

ডিমঃ ডিমে থাকা নানা পুষ্টিকর উপাদান থাইরয়েডের সমস্যার সাথে মোকাবিলা করতে পারে। তবে সেদ্ধ ডিম খেতে হবে, ভাজা নয়।

মাছঃ যেকোনো ছোট মাছ খাওয়া উচিত থাইরয়েডের রোগীদের। তবে বিশেষ করে স্যামন মাছ বেশি কার্যকরী। আর বাজারে পাওয়া না গেলে চারাপোনা মাছ খেতে পারেন।

অন্যান্য খাবারঃ থাইরয়েড হলে শরীরে প্রয়োজন সঠিক মাত্রায় কপার ও আয়োডিন। তাই সবুজ শাক-সবজি, আঁশযুক্ত মাছ, কাজুবাদাম, ক্যাপসিকাম, মেথি শাক ইত্যাদি বেশি খান। তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সব সময়ে।