ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

ধোনিকে এবার অবসর নিয়ে ভাবা উচিত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। এরপর খেলবে টি-টোয়েন্টি সিরিজ। তারপর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ক্যারিবীয় এবং অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ঘোষিত সেই দলে জায়গা হয়নি ভারতকে বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া মহেন্দ্র সিং ধোনির।

২০১৪ সালের অক্টোবরে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়া ধোনি খেলছেন সংক্ষিপ্ত ফর্মেটের ক্রিকেট। সাম্প্রতিক সময়ে রানখরায় থাকা ৩৭ বছর বয়সী ধোনির এই বাদ পড়াকে অনেকেই ক্যারিয়ারের শেষ দেখছেন।

সবশেষ ১০ ওয়ানডে ম্যাচে মাত্র ১৭৬ রান করেছেন ধোনি। ইদানীং তার হাতের গ্লাভস ফসকেও বল বেরিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভারত একাদশে তার থাকা নিয়ে প্রশ্ন ছিল। অনেকেই তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা করছেন।

গত রোববার বিশাখাপত্তনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫ বল খেলে ২০ রান করে ফেরেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। তার আউটের পর ভারতের নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় লেখেন, ‘যেভাবে ধোনি আজ আউট হয়েছেন, তা মেনে নেওয়া যায় না। ধোনির বড় ভক্ত হওয়া সত্ত্বেও আমার মাথায় একটা কথা ঘোরাফেরা করছে, অবসর নিয়ে ধোনির ভাবনাচিন্তা করা উচিত।’

বাবুলের এমন টুইটের পরে অনেকেই তার মতামতে সহমত পোষণ করেছেন। আবার অনেকেই ভিন্ন মত দিয়েছেন। ঘটনা হলো, ধোনি এখন ক্যারিয়ারের শেষপর্যায়ে উপনীত হয়েছেন। ফিনিশার হিসেবে খ্যাত ধোনির পারফরম্যান্স এখন নিম্নমুখী।

তবে ধোনির সমালোচকদের ধুয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাকেব অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। তিনি বলেন, ভারতীয় দলে ধোনির থাকা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর। যারা প্রশ্ন তোলেন, তারা জোকার।

টেস্ট ক্রিকেট থেকেই আগেই বিদায় নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ চলা অবস্থায় অধিনায়ক ধোনি হঠাৎ ঘোষণা দেন তিনি আর টেস্ট ক্রিকেট খেলবেন না।

লংগার ভার্সনের ক্রিকেট থেকে বিদায় নিলেও সীমিত ওভারের ফর্মেটে খেলে যাচ্ছেন ৩৭ বছর বয়সী ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যান।

বুধবার বিশাখাপত্তনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে কোহলির ক্যারিয়ারের ৩৭তম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩২১ রান সংগ্রহ করে ভারত। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৩২১ রান সংগ্রহ করে ম্যাচ টাই করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দলের হয়ে সর্বোচ্চ ১২৩ রান করেন শাই হোপ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

ধোনিকে এবার অবসর নিয়ে ভাবা উচিত

আপডেট সময় ০৬:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। এরপর খেলবে টি-টোয়েন্টি সিরিজ। তারপর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ক্যারিবীয় এবং অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ঘোষিত সেই দলে জায়গা হয়নি ভারতকে বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া মহেন্দ্র সিং ধোনির।

২০১৪ সালের অক্টোবরে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়া ধোনি খেলছেন সংক্ষিপ্ত ফর্মেটের ক্রিকেট। সাম্প্রতিক সময়ে রানখরায় থাকা ৩৭ বছর বয়সী ধোনির এই বাদ পড়াকে অনেকেই ক্যারিয়ারের শেষ দেখছেন।

সবশেষ ১০ ওয়ানডে ম্যাচে মাত্র ১৭৬ রান করেছেন ধোনি। ইদানীং তার হাতের গ্লাভস ফসকেও বল বেরিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভারত একাদশে তার থাকা নিয়ে প্রশ্ন ছিল। অনেকেই তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা করছেন।

গত রোববার বিশাখাপত্তনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫ বল খেলে ২০ রান করে ফেরেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। তার আউটের পর ভারতের নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় লেখেন, ‘যেভাবে ধোনি আজ আউট হয়েছেন, তা মেনে নেওয়া যায় না। ধোনির বড় ভক্ত হওয়া সত্ত্বেও আমার মাথায় একটা কথা ঘোরাফেরা করছে, অবসর নিয়ে ধোনির ভাবনাচিন্তা করা উচিত।’

বাবুলের এমন টুইটের পরে অনেকেই তার মতামতে সহমত পোষণ করেছেন। আবার অনেকেই ভিন্ন মত দিয়েছেন। ঘটনা হলো, ধোনি এখন ক্যারিয়ারের শেষপর্যায়ে উপনীত হয়েছেন। ফিনিশার হিসেবে খ্যাত ধোনির পারফরম্যান্স এখন নিম্নমুখী।

তবে ধোনির সমালোচকদের ধুয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাকেব অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। তিনি বলেন, ভারতীয় দলে ধোনির থাকা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর। যারা প্রশ্ন তোলেন, তারা জোকার।

টেস্ট ক্রিকেট থেকেই আগেই বিদায় নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ চলা অবস্থায় অধিনায়ক ধোনি হঠাৎ ঘোষণা দেন তিনি আর টেস্ট ক্রিকেট খেলবেন না।

লংগার ভার্সনের ক্রিকেট থেকে বিদায় নিলেও সীমিত ওভারের ফর্মেটে খেলে যাচ্ছেন ৩৭ বছর বয়সী ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যান।

বুধবার বিশাখাপত্তনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে কোহলির ক্যারিয়ারের ৩৭তম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩২১ রান সংগ্রহ করে ভারত। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৩২১ রান সংগ্রহ করে ম্যাচ টাই করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দলের হয়ে সর্বোচ্চ ১২৩ রান করেন শাই হোপ।