আকাশ স্পোর্টস ডেস্ক:
আঙুলের চোট নিয়েই দলের স্বার্থে এশিয়া কাপ খেলেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই চোটের সঙ্গে যোগ হয়েছে সংক্রমণ। যে কারণে তার আঙুল নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (সিবিসি)।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন সাকিব। তার আঙুলের অবস্থা নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘সাকিব তো আলোচনা করেই এশিয়া কাপে খেলছিল। কিন্তু মাঝপথে তার হাত দেখে আমরা ভয় পেয়েছিলাম। তারপরও আল্লাহর রহমতে বিপজ্জনক কিছু হয়নি। সাকিবের হাত এই অবস্থায় কেন গেল ফিজিও দেশে ফিরলে সে ব্যাপারে আমরা তার সঙ্গে কথা বলব। ক্রিকেটারদের জন্য যেটা সবচেয়ে ভালো চিকিৎসা সেটাই সাকিবকে দেয়ার চেষ্টা করব আমরা।’
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপর আসবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই দুই সিরিজে সাকিবকে ছাড়া খেলতে হবে বাংলাদেশ দলকে। শুধু সাকিবই নন, মাশরাফি-মুশফিকসহ বেশকিছু ক্রিকেটার ইনজুরিতে আক্রান্ত।
শনিবার মিরপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমার কাছে মনে হয়, সাকিব ব্যথা নিয়ে যে পারফরম্যান্স করেছে সে একজন ফাইটার। ক্রিকেটে অনেক বড় বড় প্লেয়ার ইনজুরিতে পড়ে খেলা ছেড়ে দিয়েছে কিন্তু মাশরাফি সেটা করেনি। আমার মনে হয় যে সাকিবও ফাইটার, কষ্ট হলেও আশা করছি সে এই পারফরম্যান্সই করবে। ওদেরকে তো ছোটবেলা থেকেই আমি চিনি। মাশরাফি মানসিকভাবে অনেক শক্ত, ইনশাআল্লাহ ওরা আগের জায়গায় ফিরে আসবে।’
আকাশ নিউজ ডেস্ক 
























